১৫ অক্টোবর থেকে বাংলাদেশে এইচবিও ম্যাক্সের যাত্রা শুরু

Published : ১৪:৪১, ১৮ সেপ্টেম্বর ২০২৫
বিশ্বের শীর্ষস্থানীয় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম এইচবিও ম্যাক্স আনুষ্ঠানিকভাবে আগামী ১৫ অক্টোবর থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এক ঘোষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে এর মূল কোম্পানি ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি।
শুধু বাংলাদেশই নয়, একই দিনে ব্রুনাই, কম্বোডিয়া, লাওস, ম্যাকাও, মঙ্গোলিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ আরও কয়েকটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশে যাত্রা শুরু করবে প্ল্যাটফর্মটি।
ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির তথ্য অনুযায়ী, এক প্ল্যাটফর্মেই দর্শকরা পাবেন বৈচিত্র্যময় সব কনটেন্ট। এর মধ্যে থাকছে এইচবিওর জনপ্রিয় সিরিজ, হ্যারি পটার ফ্র্যাঞ্চাইজি, ডিসি ইউনিভার্স, কার্টুন নেটওয়ার্ক, ম্যাক্স অরিজিনালস, হলিউডের বড় বাজেটের সিনেমা এবং ডিসকভারির অধীনে থাকা বিভিন্ন ব্র্যান্ডের (যেমন-টিএলসি, ফুড নেটওয়ার্ক, এইচজিটিভি, আইডেন্টিটি ডিসকভারি, অ্যানিমেল প্ল্যানেট) শো ও প্রোগ্রাম।
উদ্বোধনের দিন থেকেই দর্শকরা দেখতে পাবেন বহু প্রতীক্ষিত এইচবিও অরিজিনাল ড্রামা সিরিজ ‘আইটি: ওয়েলকাম টু ডেরি’। স্টিফেন কিংয়ের বিখ্যাত ‘আইটি’ ইউনিভার্স থেকে নির্মিত এই সিরিজে অভিনয় করেছেন বিল স্কার্সগার্ড, টেইলর পেইজ, জোভান অ্যাডিপো ও ক্রিস চক। এটি অ্যান্ডি মুসচিয়েটি পরিচালিত ‘আইটি’ ও ‘আইটি চ্যাপ্টার টু’ চলচ্চিত্রের গল্পকে আরও বিস্তৃত করবে।
শুধু তাই নয়, প্ল্যাটফর্মে থাকছে দর্শকপ্রিয় সিনেমা ‘সুপারম্যান’, ‘সিনার্স’, ‘ফাইনাল ডেস্টিনেশন ব্লাডলাইনস’ এবং জনপ্রিয় সিরিজ ‘হাউজ অব দ্য ড্রাগন’, ‘দ্য লাস্ট অব আস’, ‘দ্য পেঙ্গুইন’, ‘দ্য পিট’। নন-ফিকশন প্রেমীদের জন্য থাকছে ‘গোল্ড রাশ’, ‘ডেডলিস্ট ক্যাচ’, ‘৯০ ডে ফিয়ান্সে’-এর মতো অনুষ্ঠান। শিশুদের জন্য থাকছে চিরচেনা ‘টম অ্যান্ড জেরি’, ‘লুনি টুনস’, ‘উই বেয়ার বেয়ারস’ প্রভৃতি কার্টুন।
প্রযুক্তিগত সুবিধার দিক থেকেও এইচবিও ম্যাক্স বেশ এগিয়ে থাকবে। উদ্বোধনের দিন থেকেই ব্যবহারকারীরা মাল্টি-ডিভাইস স্ট্রিমিং, ব্যক্তিগত প্রোফাইল তৈরি, প্যারেন্টাল কন্ট্রোল এবং অফলাইন দেখার জন্য কনটেন্ট ডাউনলোডের সুবিধা পাবেন। প্ল্যাটফর্মটির ইন্টারফেস হবে সহজ, সাবলীল ও ব্যবহারবান্ধব।
শিল্প বিশ্লেষকদের মতে, বাংলাদেশসহ এশিয়ার নতুন বাজারগুলোতে এইচবিও ম্যাক্সের যাত্রা শুরু হওয়ায় অনলাইন বিনোদন জগতে নতুন মাত্রা যোগ হবে।
BD/AN