ট্রেলারে ধরা পড়লো শেখ হাসিনার চরিত্র, মৈত্রীর বার্তা শোনালেন পরিচালক

ট্রেলারে ধরা পড়লো শেখ হাসিনার চরিত্র, মৈত্রীর বার্তা শোনালেন পরিচালক ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:১৯, ১৭ সেপ্টেম্বর ২০২৫

দুর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত অ্যাকশন-থ্রিলার চলচ্চিত্র ‘রক্তবীজ ২’। কলকাতার পাশাপাশি এ সিনেমার কাহিনিতে উঠে এসেছে বাংলাদেশের ঘটনাপ্রবাহও। আজই প্রকাশিত হয়েছে ছবিটির ট্রেলার, যেখানে এক ঝলক দেখা মিলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রের।

টিজারেই দর্শকরা আগে সামান্য glimpse পেয়েছিলেন শেখ হাসিনার চরিত্রের। এবার ট্রেলারে আরও স্পষ্টভাবে ধরা দিলেন সীমা বিশ্বাস, যিনি এই চরিত্রে অভিনয় করছেন। অন্যদিকে ভিক্টর ব্যানার্জিকে দেখা যাবে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির অনুরূপ একটি চরিত্রে। তবে সিনেমায় এসব চরিত্রকে সরাসরি তাঁদের নাম ধরে দেখানো হয়নি, বরং ‘অনুরুপ চরিত্র’ হিসেবে উপস্থাপন করা হয়েছে।

ট্রেলার প্রকাশের পর থেকেই নেট দুনিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। অনেকে বলছেন, গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন চলছে, তার প্রতিচ্ছবি হয়তো উঠে আসবে এই সিনেমায়। কেউ কেউ আশঙ্কা প্রকাশ করছেন, ছবিটি হয়তো সম্পর্ককে আরও তিক্ত করে তুলতে পারে।

তবে সিনেমার অন্যতম পরিচালক নন্দিতা রায় এসব শঙ্কা উড়িয়ে দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন— “আমরা কোনোভাবেই বিতর্ক তৈরি করার উদ্দেশ্যে সিনেমাটি বানাইনি।” বরং তাঁর দাবি, ছবির মূল বার্তা হলো দুই দেশের বন্ধুত্ব ও শান্তি পুনঃস্থাপন। সিনেমায় দেখানো হয়েছে, কীভাবে সন্ত্রাসবাদ শুধু একটি দেশের ভেতরের পরিস্থিতি নয়, বরং প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক ও সৌহার্দ্যও নষ্ট করে দেয়।

বাংলাদেশের শিল্পীরা সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে এখন আর আগের মতো ভারতে যাতায়াত করতে পারছেন না। এর ফলে দুই দেশের সাংস্কৃতিক বিনিময় বাধাগ্রস্ত হচ্ছে। তাই অনেকেই প্রশ্ন তুলেছেন— পূজোর এই ছবি কি আদৌ সম্পর্কের জট কাটাতে ভূমিকা রাখতে পারবে?

এ বিষয়ে আশাবাদী নন্দিতা। তিনি বলেন— “আমাদের প্রতিটি কাজেই সব সময় ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা থাকে। যদি ‘রক্তবীজ ২’ দুই দেশের সুসম্পর্ক পুনরুদ্ধারে সামান্য ভূমিকা রাখে, তার চেয়ে আনন্দের কিছুই হতে পারে না।”

গত বছর দুর্গাপূজায় মুক্তি পেয়েছিল ‘রক্তবীজ’, যা ব্যাপক সাফল্য পেয়েছিল বক্স অফিসে। সেই ধারাবাহিকতায় এবারের পূজায় আসছে এর দ্বিতীয় কিস্তি। সিনেমাটিতে অভিনয় করেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, সীমা বিশ্বাস, আবীর চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, নুসরত জাহান, কৌশানি মুখোপাধ্যায় ও অঙ্কুশ হাজরা।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement