ফেসবুকে ভাইরাল ‘মিশা সওদাগর নেই’—আসলে কী ঘটেছে?

ফেসবুকে ভাইরাল ‘মিশা সওদাগর নেই’—আসলে কী ঘটেছে? ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৩৮, ১৮ সেপ্টেম্বর ২০২৫

ঢাকাই সিনেমার জনপ্রিয় খলঅভিনেতা মিশা সওদাগর। তিন দশকেরও বেশি সময় ধরে রূপালি পর্দায় একের পর এক অভিনয়ে তিনি নিজেকে কিংবদন্তির পর্যায়ে নিয়ে গেছেন। তবে হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তার মৃত্যুর গুজব।

গত দুই দিন ধরে ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে—বাংলা সিনেমার আলোচিত খলনায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি মিশা সওদাগর আর নেই। মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়ায় ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ।

এ বিষয়ে জানতে চাইলে মিশা সওদাগর গণমাধ্যমকে বলেন, ‘এ নিয়ে আসলে কী বলব বুঝতে পারছি না। এরকম গুজব খুব বিব্রতকর। কারণ, এর আগেও একাধিকবার আমার মৃত্যুর গুজব ছড়ানো হয়েছিল। অথচ কয়েক দিন আগেই আমি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছি। আমার বন্ধু বদিউল আলম খোকনের নতুন ছবির শুটিং এই সপ্তাহে শুরু হওয়ার কথা। সেই চরিত্রের প্রস্তুতি নিচ্ছি। অথচ তার মধ্যেই এমন গুজব ছড়ানো হলো। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। গুজবে কেউ কান দেবেন না। আমার জন্য দোয়া করবেন।’

প্রসঙ্গত, এটি প্রথম নয়। অতীতেও একাধিকবার এই অভিনেতার মৃত্যু নিয়ে গুজব ছড়িয়েছে। বর্তমানে ঢাকায় অবস্থান করছেন তিনি এবং মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত বেশ কয়েকটি ছবি।

ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় খল-অভিনেতাদের একজন মিশা সওদাগর। টানা ৩২ বছরের অভিনয় জীবনে তিনি শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। মৃত্যুর গুজব ছড়ালেও বাস্তবে তিনি সুস্থ আছেন এবং ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের এমন ভিত্তিহীন খবর থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement