শাহরুখ খানের নতুন লুক ভাইরাল

শাহরুখ খানের নতুন লুক ভাইরাল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৫

বলিউড বাদশাহ শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’ নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনার শেষ নেই। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ছবির সেট থেকে তার নতুন লুক।

ফাঁস হওয়া ছবিতে শাহরুখকে হাতে বন্দুক নিয়ে অ্যাকশন দৃশ্যের প্রস্তুতি নিতে দেখা গেছে, যা মুহূর্তেই ভক্তদের মাঝে আলোচনার ঝড় তোলে।

ছবিতে দেখা যায়, কালো স্যুট ও ডার্ক সানগ্লাসে ডকের পাশে দাঁড়িয়ে আছেন তিনি। বাঁ হাতে ধরা বন্দুক দিয়ে যেন লক্ষ্যভেদ করতে যাচ্ছেন, সেই দৃশ্য দেখে অনেকে বলছেন—শাহরুখের এই চেহারা যেন আবার মনে করিয়ে দিচ্ছে তার জনপ্রিয় ছবি ‘ডন’-এর চরিত্রকে।

যদিও পরিচালক ও টিম শুটিংয়ের বিষয়টি গোপন রাখতে চেয়েছিলেন, তবুও এর আগেই শাহরুখের কয়েকটি ভিন্ন লুক প্রকাশ্যে আসে। এক ছবিতে তাকে দেখা যায় সাদা চুল ও ট্যাটুতে, যা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

প্রথমে সুজয় ঘোষের পরিচালনায় শুরু হলেও পরবর্তীতে সিনেমাটির দায়িত্ব নেন সিদ্ধার্থ আনন্দ, যিনি শাহরুখ অভিনীত ব্লকবাস্টার ‘পাঠান’ পরিচালনা করেছিলেন। ‘কিং’-এর সবচেয়ে বড় আকর্ষণ হলো শাহরুখের সঙ্গে তার মেয়ে সুহানা খানের প্রথম বড় পর্দায় অভিনয়। ছবিতে সুহানাকে দেখা যাবে একজন শিষ্যের ভূমিকায়, আর শাহরুখ থাকছেন অভিজ্ঞ খুনির চরিত্রে, যিনি শিষ্যকে প্রশিক্ষণ দেবেন।

শুধু তাই নয়, সিনেমাটিতে আরও থাকছেন রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর ও অভয় বর্মার মতো তারকারা। অ্যাকশন-থ্রিলারে ভরপুর এই সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৬ সালে

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement