টলিউডে গুঞ্জন: মিথিলার পর সুস্মিতা সৃজিতের জীবনে

টলিউডে গুঞ্জন: মিথিলার পর সুস্মিতা সৃজিতের জীবনে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:০৭, ৩০ সেপ্টেম্বর ২০২৫

টলিউডে এখন সবচেয়ে আলোচিত বিষয় সৃজিত মুখার্জি ও সুস্মিতা চট্টোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে গুঞ্জন। যদিও দু’জনই জোর দিয়ে বলছেন, তাদের মধ্যে প্রেম নয় বরং বন্ধুত্বই রয়েছে। তবে তাদের বারবার এমন দাবি সত্ত্বেও কানাঘুষো থামছে না। বিশেষ করে মহাসপ্তমীর ছবি ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা।

হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, সোমবার (২৯ সেপ্টেম্বর) সপ্তমীর শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি পোস্ট করেন সৃজিত। ছবিগুলোয় তার সঙ্গে ছিলেন সুস্মিতাও। দুজনকেই দেখা যায় নীল পোশাকে। সৃজিত পরেছিলেন নীল পাঞ্জাবি আর সুস্মিতার গায়ে ছিল নীল শাড়ি ও বেইজ ব্লাউজ। একটি ছবিতে তারা ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন, আরেকটিতে পরস্পরের দিকে চেয়ে খুশিতে ভরপুর, আবার একটি ফ্রেমে দেখা যায় সৃজিত নিজ হাতে সুস্মিতার ছবি তুলছেন।

এর আগেও তাদের নিয়ে আলোচনার ঝড় কম ওঠেনি। একসময় পুরীর সমুদ্রসৈকতে দাঁড়িয়ে তাদের একটি ছবি ভাইরাল হয়, যা শেয়ার করেছিলেন সুস্মিতা নিজেই। ক্যাপশনে লিখেছিলেন—‘স্যার আঁখো পর’। তখনই গুঞ্জন শুরু হয়, ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শ্যুটিংয়ের সময় নাকি তারা একান্তে সময় কাটিয়েছেন।

সম্প্রতি এক প্রিমিয়ারে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে সুস্মিতা বলেন, "আমরা খুব ভালো বন্ধু, অল্প কিছুদিনেই কাছের বন্ধু হয়ে গেছি। এর বেশি কিছু বলতে চাই না।" সেই সুরে সৃজিতও মন্তব্য করেন, "এসব কথা শুনে আমি অবাক হয়েছি। শুধু একটা ছবির কারণে এত কিছু বলা হচ্ছে।" তবু বাস্তবে প্রায় সব অনুষ্ঠানেই তারা একসঙ্গে দেখা দিচ্ছেন, মিলিয়ে পোশাক পরছেন। ফলে অনেক ভক্তই তাদের সম্পর্ককে কেবল ‘বন্ধুত্ব’ হিসেবে মানতে চাইছেন না। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে চলছে তুমুল আলোচনা।

অন্যদিকে, ২০১৯ সালে সৃজিত ঘটা করে বিয়ে করেছিলেন মিথিলাকে। বিয়ের পর থেকেই দুই বাংলায় তারা ছিলেন আলোচনায়। বর্তমানে মেয়ে আইরাকে নিয়ে মিথিলা ঢাকায় অবস্থান করছেন। দাম্পত্য সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন থাকলেও, সৃজিত কখনও প্রকাশ্যে বিচ্ছেদ প্রসঙ্গে কিছু বলেননি।

আরও পড়ুন: মিথিলা জানালেন, সৃজিতের সঙ্গে সম্পর্কের অবস্থা

সম্প্রতি এক পডকাস্টে মিথিলাকে প্রশ্ন করা হয় কলকাতায় যাওয়া প্রসঙ্গে। তিনি জানান, "২৪ জুলাইয়ের পর থেকে আমি কলকাতায় যাইনি। ভিসা নেই।" তাকে আরও জিজ্ঞেস করা হয়, সৃজিতের সঙ্গে সম্পর্ক কোন জায়গায় দাঁড়িয়ে? উত্তরে মিথিলা বলেন, "এটা তো যারা বলছে, তারাই বলছে। আমি কিছুই বলবো না।" সাংবাদিক জানতে চান—সৃজিত কি এখনও আপনার স্বামী? উত্তরে তিনি হাসি দিয়ে বলেন, "হ্যাঁ, পাসপোর্টে এখনও তার নাম রয়েছে।"

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement