“আমার ফ্যামিলি সম্পর্কে অনেকেই জানেন না”: প্রভা

“আমার ফ্যামিলি সম্পর্কে অনেকেই জানেন না”: প্রভা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৪৬, ৩০ সেপ্টেম্বর ২০২৫

বিনোদন জগতে তারকাদের নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কোনো ছবি বা ভিডিও শেয়ার করলেই শুরু হয় নানামুখী জল্পনা, যার মধ্যে নেতিবাচক মন্তব্যও থাকে প্রচুর।

সম্প্রতি অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ঘুরে আসা কিছু ভিডিও রিলস শেয়ার করলে ঠিক একই ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়।

নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, ‘আয়ের উৎস কী? কীভাবে এত জায়গায় ঘুরে বেড়ান?’ এই প্রশ্নের জবাবে প্রভা এক সাক্ষাৎকারে খোলাখুলি আলোচনা করেছেন। তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় দেরিতে হলেও তিনি একটি পেজে সক্রিয় হয়েছেন এবং সেখানে তার ভ্রমণের ভিডিও শেয়ার করছেন।

প্রভা বলেন, “আপনারা হয়তো জানেন না আমার ফ্যামিলি সম্পর্কে। আসলে আমি এক ধরনের কম্পারেটিভলি ব্লেসড—কারণ আমার মা-বাবা দুজনই কর্মজীবী। তাদের শিক্ষাগত যোগ্যতা এবং জীবনধারা আমাকে ছোটবেলা থেকেই ঘুরে বেড়াতে সুযোগ দিয়েছে।”

তিনি আরও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “মা-বাবা অনেক ঘুরতে নিয়ে গিয়েছেন, আলহামদুলিল্লাহ।”

নেতিবাচক মন্তব্যকারীদের উদ্দেশ্যে প্রভা বলেন, “মানুষের ফ্রাস্ট্রেশন থেকেই এসব মন্তব্য আসে। প্রকৃতপক্ষে তারা কোনো অর্জনকে সুন্দরভাবে কদর করতে জানে না।” তিনি মনে করেন, এই ধরনের মানসিকতা শুধু গ্ল্যামারাস ইন্ডাস্ট্রিতে নয়, অন্যান্য ক্ষেত্রেও দেখা যায়।

শেষে প্রভা যোগ করেন, “আমার বাবা-মায়ের পরিচয় আমাকে আরও অনুপ্রাণিত করেছে। আমি চাই যেন কেউ ভুল ধারনা না করে যে, আমার যাত্রাপথ বা ভ্রমণ কোনো অর্থনৈতিক সুবিধার কারণে। এটা অনেকটাই পরিবারিক এবং শিক্ষাগত প্রভাব।”

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement