হিরো আলমকে মেরে ফেলার চেষ্টা হয়েছিল: স্ত্রী রিয়া মনি

হিরো আলমকে মেরে ফেলার চেষ্টা হয়েছিল: স্ত্রী রিয়া মনি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:১১, ৩০ সেপ্টেম্বর ২০২৫

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর আফতাবনগরে।

এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা হিরো আলমকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী রিয়া মনি।

রিয়া মনি বলেন, ‘গতরাতে আলম হাঁটতে বের হয়েছিল আফতাবনগরে। হাঁটতে হাঁটতে সে লোহার ব্রিজের দিকে যায়। তখনই কয়েকজন দুর্বৃত্ত তাকে ধরে নিয়ে যায় এবং অমানুষিকভাবে মারধর করে। তার দুই হাতে কোপানো হয়েছে, মাথায় গভীর জখম হয়েছে এবং বুকেও প্রচণ্ড আঘাত করা হয়েছে।’

আরও পড়ুন: অপু বিশ্বাস: শারদীয় পূজায় কষ্টের সময়

তিনি আরও যোগ করেন, ‘ওই সময় কিছু লোক উপস্থিত না থাকলে হয়তো আলমকে মেরেই ফেলা হতো। যেভাবে মারা হয়েছে, তাতে অল্পের জন্য প্রাণে বেঁচেছে।’

এদিকে, ঘটনাটি নিয়ে জানতে চাইলে বাড্ডা থানার আফতাবনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, ‘আমরা গণমাধ্যমের মাধ্যমে খবর পেয়েছি। ঘটনাস্থল নিশ্চিত করার চেষ্টা চলছে। তবে এখনো নির্দিষ্ট স্পটের বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি।’

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement