র্যাম্পে পা রাখতেই দর্শকের চোখ আটকাল ঐশ্বরিয়ার ওপর

Published : ১৫:৫৪, ১ অক্টোবর ২০২৫
নেটদুনিয়ায় তুমুল সাড়া ফেলেছেন বলিউডের চিরসবুজ অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। প্যারিস ফ্যাশন উইকে ল’ওরিয়ালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে হাজির হয়ে তিনি যেন স্পটলাইট কাড়লেন একাই।
মনীষ মালহোত্রার তৈরি দৃষ্টিনন্দন শেরওয়ানি পরে র্যাম্পে হাঁটলেন এই বিশ্বসুন্দরী।
ফ্যাশন শোর ব্যাকস্টেজেই ঘটে মজার এক ঘটনা। ইনফ্লুয়েন্সার আদিত্য মদিরাজুর সঙ্গে দেখা হয় ঐশ্বরিয়ার। সেখানে তিনি উচ্ছ্বাস ভরে বলেন, “আমার বিয়ে হয়েছে কেবল আপনার জন্যই!”
পরে সেই মুহূর্তের ভিডিও তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, “আমাদের হৃদয়ের রানি… স্বপ্ন ছিল তোমার সঙ্গে দেখা করা। এখনও বিশ্বাস করতে পারছি না।”
ভাইরাল হওয়া ভিডিওতে শোনা যায় আদিত্যর কণ্ঠে, “আমার স্বামী আর আমি আজ একসঙ্গে—শুধু আপনাকে ভালোবাসি বলে। প্রথম আলাপে আমরা ঘণ্টার পর ঘণ্টা কেবল আপনাকেই নিয়ে কথা বলেছিলাম। তখনই ও বলেছিল, আমি তোমাকে বিয়ে করেছি কারণ তুমি ঐশ্বর্যকে ভালোবাসো।”
তিনি আরও যোগ করেন, “আপনাকে সামনে থেকে দেখা ছিল আমার জীবনের স্বপ্ন। আপনি শুধু একজন অসাধারণ অভিনেত্রীই নন, দুর্দান্ত নৃত্যশিল্পী, অসাধারণ মানুষও।”
ঐশ্বরিয়া হাসিমুখে জবাব দেন, “আপনার ভালোবাসার জন্য ধন্যবাদ। যা বললেন, সত্যিই অনেক সুন্দর। আপনার মেয়ের জন্য আশীর্বাদ রইল, আপনাদের দু’জনের জন্য অগাধ ভালোবাসা।” এরপর নিজের ব্যবহৃত লিপস্টিক হাতে তুলে দিয়ে বলেন, “তুমি মেকআপে জাদু করো, এটাকে তোমার ট্রেজার বাক্সে রেখে দিও।”
ঐশ্বরিয়ার শেরওয়ানিটিও ছিল একেবারেই নজরকাড়া। এতে ছিল হীরার ব্রোচ, ১০ ইঞ্চি লম্বা হীরার কাফ এবং পেছনে ঝলমলে নবরত্ন হার। ডিজাইনার মনীষ মালহোত্রার ভাষায়, এটি আধুনিকতার ছোঁয়ায় ভারতীয় ঐতিহ্যের নতুন উপস্থাপন। তার মতে, হাতে পরা কাফগুলো একইসঙ্গে গয়না ও বর্মের প্রতীক—যা শক্তি এবং কোমলতার যুগল অভিব্যক্তি।
অভিনয়ের দিক থেকে সর্বশেষ ঐশ্বরিয়াকে দেখা গিয়েছিল ২০২৩ সালের ব্লকবাস্টার ‘পন্নিয়িন সেলভন ২’ ছবিতে, যা বিশ্বব্যাপী আয় করে ৩৪৪.৬৩ কোটি রুপি। তবে এর পর তার নতুন কোনো প্রজেক্টের ঘোষণা এখনো আসেনি।
বিডি/এএন