রেকর্ড আয় নিয়ে এগিয়ে যাচ্ছে ‘ডুড’

রেকর্ড আয় নিয়ে এগিয়ে যাচ্ছে ‘ডুড’ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৫৬, ২৪ অক্টোবর ২০২৫

দীপাবলির মৌসুমে তামিল সিনেমা ইন্ডাস্ট্রিতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ‘ডুড’। কীর্তিস্বরণ পরিচালিত এই রোমান্টিক ড্রামা চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় আছেন প্রদীপ রঙ্গনাথন, মমিতা বাইজু, আর. সারথকুমার, রোহিনি ও হ্রিদু হারুন।

মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শকের দৃষ্টি কাড়তে শুরু করেছে, আর প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই দেশজুড়ে এর আয় দাঁড়িয়েছে ৫৬.৫৫ কোটি টাকা, বৈশ্বিক আয় ছাড়িয়েছে ১০০ কোটি টাকার মাইলফলক।

পরিচালক কীর্তিস্বরণ এর আগে ‘ড্রাগন’ (২০২৫) ও ‘লাভ টুডে’ (২০২২) নামের দুটি সফল ছবি উপহার দিয়েছিলেন। যথাক্রমে ১৫০ কোটি ও ১০৫ কোটি টাকার ব্যবসা করা এসব সিনেমা প্রমাণ করেছে, সীমিত বাজেটেও দর্শকপ্রিয় ও লাভজনক ছবি নির্মাণে তার পারদর্শিতা কতটা।

‘ডুড’ মুক্তির প্রথম দিন আয়ে তেমন জোয়ার না থাকলেও সপ্তাহান্তে এর বক্স অফিসে গতি আসে। শনিবার আয় হয় ১০.৪ কোটি টাকা, রোববার ১০.৬ কোটি, তিন দিনের মোট আয় পৌঁছে ২১ কোটি টাকায়। সোমবার আরও ১১ কোটি টাকা যোগ হয়, যা তামিল অঞ্চলে ২% বৃদ্ধির ইঙ্গিত দেয়।

যদিও তেলেগু অঞ্চলে কিছুটা পতন দেখা গেছে। পরবর্তী দিনগুলোতে বুধবার ৪ কোটি, বৃহস্পতিবার ২.২৫ কোটি টাকা আয় করে দেশীয় আয় ছাড়িয়েছে ৫৬ কোটির সীমা।

তবে দর্শক উপস্থিতি সব জায়গায় সমান ছিল না। তামিল থিয়েটারে গড় দখল নেমে আসে ২০% এর নিচে, কিন্তু বিকেল ও রাতের শোগুলোতে ছিল ভিড়। চেন্নাইয়ের ৩৭৩টি প্রদর্শনের মধ্যে আসন দখল ছিল প্রায় ২৪.৫%, আর পুদুচেরিতে ২৩টি শো-তে তা পৌঁছায় ৪০.৫%-এ।

একই সময়ে দীপাবলির বাজার মাতিয়েছে বলিউডও। আয়ুষ্মান খুরানা, রাশমিকা মন্দানা, নওয়াজুদ্দিন সিদ্দিকি ও পরেশ রাওল অভিনীত ‘থাম্মা’ মাত্র দুই দিনেই ৪০ কোটি টাকার আয় করে ফেলেছে।

তবুও এই উৎসবে সবচেয়ে আলোচিত ও সাড়া জাগানো সাফল্য এসেছে তামিল সিনেমা থেকেই। কারণ, ‘ডুড’ এখন তামিল ইন্ডাস্ট্রির দীপাবলি ব্লকবাস্টার, যা একদিকে দর্শকদের মন জিতে নিচ্ছে, অন্যদিকে বক্স অফিসে নতুন রেকর্ড গড়ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement