ছুটির দিনে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত

ছুটির দিনে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:৫৪, ২৪ অক্টোবর ২০২৫

দেশের সড়কে ফের নিহতের মিছিল: শুক্রবার (২৪ অক্টোবর) দেশের সাত জেলায় একের পর এক দুর্ঘটনায় মোট ১২ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

পুলিশ জানিয়েছে, ভোরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকায় একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

দুর্ঘটনাগ্রস্ত বাসে ছিলেন ঢাকা থেকে আসা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন লিমিটেডের কর্মকর্তারা, যারা সপরিবারে সেজুতি ট্রাভেলস-এর বাসে তাঙ্গুয়ার হাওরে বেড়াতে যাচ্ছিলেন। ঘটনাস্থলেই মারা যান মনজুরা আক্তার এবং তার মেয়ে আয়েশা সিদ্দিকা। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুরে আরও একটি দুর্ঘটনা ঘটে। সেখানকার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পুলিয়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে ট্রাক ধাক্কা দেয়। চাপা পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং আহত পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, যমুনা লাইনের এই বাস দুর্ঘটনার পর রাস্তার পাশে থামানো ছিল। দুর্ঘটনার সময় অনেক যাত্রী বাস থেকে নেমে দাঁড়িয়েছিলেন।

নরসিংদীর মাধবদীতে শুক্রবার দিবাগত রাতে বাসচাপায় ইজিবাইকের চালকসহ তিনজনের মৃত্যু হয়। রাইনাদী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ঘটেছে এই দুর্ঘটনা। ইজিবাইকটি মহাসড়ক পার হচ্ছিল, তখন ঢাকা থেকে সিলেটগামী বাসটি এটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই দুইজন মারা যান, গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।

এছাড়া যশোরের চৌগাছায় সকালে বালুবাহী ট্রলি চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। একই সময়ে রাজধানী, লালমনিরহাট ও বাগেরহাটেও সড়ক দুর্ঘটনায় আরও তিনজনের প্রাণহানি ঘটে।

শুক্রবার দেশের বিভিন্ন সড়কে একাধিক দুর্ঘটনার ফলে পরিবার ও সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আহতদের চিকিৎসার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার চেষ্টা করছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement