নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না: শফিকুল আলম
Published : ১৪:৫০, ২৪ অক্টোবর ২০২৫
আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়া নিয়ে যথেষ্ট বিতর্ক থাকলেও, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্পষ্টভাবে বলেছেন, তাদের আর কোনো সুযোগ নেই।
শুক্রবার (২৪ অক্টোবর) মাগুরার নবগঙ্গা পার্কে জুলাই স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করতে এসে তিনি এই মন্তব্য করেন।
শফিকুল আলম জানান, দেশের নির্বাচন নিয়ে পুরো জাতি প্রস্তুত রয়েছে। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ইতিমধ্যেই প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে। বর্ষার মৌসুম শেষ হলে পাড়া-মহল্লায় নির্বাচনের হাওয়া বইতে শুরু করবে।
আওয়ামী লীগের অংশগ্রহণ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, গুম ও হত্যার সঙ্গে জড়িত থাকার কারণে আওয়ামী লীগের জন্য আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই।
তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, যেখানে কোনো এলাকায় একমাত্র প্রার্থী থাকবেন, সেখানে না ভোট অনুষ্ঠিত হবে। আরপিওতে (RPO) এই বিষয়টি নির্ধারিত রয়েছে। এর ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আর কেউ নির্বাচিত হওয়ার সুযোগ পাবে না।
শফিকুল আলম আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, তারা টাকার বিনিময়ে সব নির্বাচন পরিচালনা করেছে এবং ভোট কারচুপি করেছে। কিন্তু এবার জনগণ ভোটকেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করবে, আর কোনো অবৈধ হস্তক্ষেপ হবে না।
এছাড়া, তিনি উল্লেখ করেন, জুলাই শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে যাতে জাতি তাদের মনে রাখে। মুক্তিযুদ্ধের সময় মাগুরার কিছু শহীদের কথা মানুষ ভুলে গিয়েছে, কারণ তাদের স্মরণে পূর্বে কোনো স্মৃতিস্তম্ভ তৈরি হয়নি। এই স্মৃতিস্তম্ভ তা পূরণ করবে এবং শহীদদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাবে।
বিডি/এএন

































