ফার্জি ২’-এর পারিশ্রমিকে নতুন রেকর্ড শাহিদের

ফার্জি ২’-এর পারিশ্রমিকে নতুন রেকর্ড শাহিদের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৪৭, ২৪ অক্টোবর ২০২৫

বলিউড অভিনেতা শাহিদ কাপুর আবারও প্রমাণ করেছেন কেন তিনি ইন্ডাস্ট্রির অন্যতম বহুমুখী এবং প্রতিভাবান অভিনেতা। তার অভিনয় যাত্রা শুরু হয়েছিল ‘ইশক বিশক’, ‘বিবাহ’, ‘যব উই মেট’-এর মতো মিষ্টি রোমান্টিক চরিত্র থেকে।

এরপর তিনি ‘হায়দার’ এবং ‘কবীর সিং’-এর তীব্র ও গভীর চরিত্রে নিজেকে মানিয়ে নিয়ে দর্শকদের চমকে দিয়েছেন। শাহিদের অভিনয় দক্ষতা বরাবরই দর্শকদের মন জয় করে চলেছে, খবর দিয়েছে বলিউড হাঙ্গামা।

বর্তমানে শাহিদ কাপুর প্রস্তুতি নিচ্ছেন তার জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফার্জি’-এর দ্বিতীয় সিজন, অর্থাৎ ‘ফার্জি ২’-এর জন্য। বলিউড হাঙ্গামার প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ‘ফার্জি ২’-এর কাজ বর্তমানে স্ক্রিপ্ট লেখার পর্যায়ে রয়েছে।

সিরিজের শুটিং আগামী ২০২৬ সালের জানুয়ারি থেকে শুরু হবে, যা আমাজন প্রাইম ও রাজ-ডিকের যৌথ উদ্যোগে পরিচালিত হবে। শাহিদ ইতিমধ্যেই ছয় মাস সময় বরাদ্দ করেছেন এই শুটিংয়ের জন্য।

সবচেয়ে বড় খবর হলো, ‘ফার্জি ২’-এর জন্য শাহিদ কাপুর পাচ্ছেন ৪০ কোটি টাকা পারিশ্রমিক। এটি তার অভিনয় জীবনের সর্বোচ্চ পারিশ্রমিক। এর আগে তিনি প্রতি প্রজেক্টে ২৫-৩০ কোটি টাকা পারিশ্রমিক নিতেন। প্রথম সিজনের সাফল্য এবং জনপ্রিয়তার কারণে নির্মাতারা দ্বিতীয় সিজনে এই বিশাল অঙ্কের পারিশ্রমিক দিতে সম্মত হয়েছেন।

এই পারিশ্রমিকের মাধ্যমে শাহিদ কাপুর ভারতের ওটিটি জগতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের তালিকায় নাম লিখিয়েছেন। এই তালিকায় অন্যান্য নাম রয়েছে অজয় দেবগন, জয়দীপ আহলাওয়াত এবং পঙ্কজ ত্রিপাঠির মতো অভিনেতাদের।

এছাড়া শাহিদ বর্তমানে ইতালিতে হোমি আদাজানিয়ার পরিচালনায় ‘ককটেল ২’-এর শুটিংয়ে ব্যস্ত। ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন রাশমিকা মন্দানা ও কৃতি স্যানন। এই শুটিং সম্পন্ন হবে ২০২৫ সালের ডিসেম্বরে, এবং ছবির মুক্তির সম্ভাবনা রয়েছে ২০২৬ সালের গ্রীষ্মে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement