সালমান শাহ হত্যার চক্রান্তে ১২ লাখ টাকার চুক্তি, মুখ খুলল আসামি

সালমান শাহ হত্যার চক্রান্তে ১২ লাখ টাকার চুক্তি, মুখ খুলল আসামি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:৩০, ২৪ অক্টোবর ২০২৫

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহের রহস্যজনক মৃত্যুর প্রায় তিন দশক পর অবশেষে তা হত্যা মামলার রূপ নিয়েছে। এ মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।

এদিকে, সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রমনা থানা পুলিশ এ সংক্রান্ত চিঠি ইমিগ্রেশন কর্তৃপক্ষকে পাঠিয়েছে। অন্যদিকে, দীর্ঘ ২৯ বছর পর অপমৃত্যু মামলার হত্যার রূপান্তর নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ১৯৯৭ সালের একটি জবানবন্দি।

সালমান শাহর হত্যার অভিযোগে মূল সাক্ষী রেজভী ১৯৯৭ সালে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিলেন। ওই জবানবন্দিতে তিনি স্বীকার করেছেন, “আমরা সালমান শাহকে হত্যা করেছি। হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে। হত্যাকাণ্ডে সামিরা এবং তার পরিবারসহ অনেকে জড়িত। আমি নিজেও সেখানে ছিলাম।”

রেজভীর বর্ণনা অনুযায়ী, ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে ডন, ডেভিড, ফারুক, জাভেদ ও রেজভী সাক্ষাৎ করেন। এরপর ছাত্তার ও সাজু নামে আরও দুইজন উপস্থিত হন। পরবর্তীতে ফারুক ২ লাখ টাকা নিয়ে আসে এবং জানায়, সামিরার মা এই অর্থ দিয়েছেন। হত্যার চুক্তির মোট পরিমাণ ছিল ১২ লাখ টাকা। তবে ডন ও ফারুকের মধ্যে অর্থ নিয়ে মতবিরোধ হলে ফারুক বেরিয়ে যান এবং পরে ৪ লাখ টাকা নিয়ে আসেন। রেজভী জানায়, কাজের আগে ৬ লাখ টাকা এবং কাজের পরে ৬ লাখ টাকা দেওয়ার শর্ত ছিল। এরপর প্লাস্টিকের দড়ি, সিরিঞ্জ, রিভলবার ইত্যাদি প্রস্তুত করা হয়।

রেজভী হত্যার লোমহর্ষক দৃশ্যবর্ণনা করে বলেন, রাত আড়াইটার সময় সালমান শাহর বাড়িতে ঢুকেন ডন, ডেভিড, ফারুক ও আজিজ ভাই। হত্যাযজ্ঞে উপস্থিত ছিলেন সামিরা, তার মা লুসি এবং আত্মীয়া রুবি। ঘুমন্ত সালমানকে ক্লোলোফর্ম দিয়ে বেহুশ করা হয় সামিরা দ্বারা। কিছুক্ষণ পর সালমানের জ্ঞান ফেরার চেষ্টা করলে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় আজিজ ভাই ইনজেকশন পুশ করার নির্দেশ দেন। হত্যা সম্পন্ন হওয়ার পর সালমান শাহর লাশ সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয়।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে রহস্যজনক মৃত্যু ঘটে ঢালিউড নায়ক সালমান শাহর। দীর্ঘ সময় ধরে এই মৃত্যুকে অপমৃত্যু হিসেবে উল্লেখ করা হয়েছিল একাধিক তদন্ত কমিটির মাধ্যমে। তবে সব তদন্তেই সত্যকে এড়িয়ে যাওয়া হয়েছিল। সেই কারণেই ২৯ বছর পর এই মামলাটি হত্যা মামলার রূপ নিয়েছে।

সালমান শাহ হত্যা মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে প্রধান আসামি হলেন নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য ১০ জন হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি (মেফিয়ার বিউটি সেন্টার), আবদুস সাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ফরহাদ।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement