যশ চোপড়ার ছেলে উদয় কেন সফল হতে পারেনি?

যশ চোপড়ার ছেলে উদয় কেন সফল হতে পারেনি? ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:১০, ৩০ অক্টোবর ২০২৫

বিনোদন দুনিয়ায় রাজীব ঠাকুর ও কপিল শর্মার বন্ধুত্বের গল্প আজও আলোচনার বিষয়। তবে, কপিল শর্মা ভারতের অন্যতম শীর্ষস্থানীয় টেলিভিশন ব্যক্তিত্ব হয়ে উঠলেও রাজীবের পথ কিছুটা ভিন্ন।

অধিকাংশ সময় তিনি কপিলের শোতে দ্বিতীয় বা তৃতীয় অবস্থানেই থাকেন। তবুও সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজীব ঠাকুর বলেছেন, একজন শিল্পীর সাফল্যের মূল চাবিকাঠি হলো প্রতিভা। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, “আমি কপিলের কোটা টানতে পারব না যদি আমার প্রতিভা না থাকে।” এই মন্তব্যের মাধ্যমে তিনি শিল্পীদের জন্য নিজের মতামত তুলে ধরেছেন।

রাজীব আরও বলেছেন, যশ চোপড়ার মতো একজন প্রভাবশালী প্রযোজকও তার ছেলেকে স্টার বানাতে পারেননি। উদয় চোপড়ার উদাহরণ তিনি উল্লেখ করেছেন, যাঁর কাছে ছিল সমস্ত সুবিধা—অর্থ, সম্পদ, স্টুডিও, পরিচালক—তবুও তিনি বড় অভিনেতা হতে পারেননি। রাজীবের ব্যাখ্যা, সেই সময় উদয় চোপড়ার প্রতিভা অন্য কোনো দিকে ছিল।

তিনি আরও জানিয়েছেন, কপিল শর্মা তাকে এক বা দুইবার তার শোতে সুযোগ দিয়েছেন, কিন্তু যদি চ্যানেল তার উপস্থিতি চায় না, তাহলে আর কিছু করার নেই। তিনি উল্লেখ করেছেন, স্থায়ী সদস্য হওয়ার জন্য তার আট বছর সময় লেগেছিল। রাজীব বলেন, “আপনি যদি অপ্রতিভ হোন, আপনাকে কেউ সাহায্য করতে পারবে না। উদয় চোপড়া এর একটি বাস্তব উদাহরণ।”

সৃজনশীলতার ক্ষেত্রে ব্যক্তির যোগ্যতা ও বাস্তব পরিস্থিতি সম্পর্কে তিনি বলেছেন, যদি কেউ তার জন্য উপযুক্ত না হয়, তবে তাকে জোর করে চাপিয়ে দেওয়া উচিত নয়। উদাহরণ হিসেবে তিনি দিয়েছেন, যদি আদিত্য চোপড়া অভিনেতা হওয়ার চেষ্টা করতেন, তিনি হয়তো ব্যর্থ হতেন। তবে তিনি প্রযোজক এবং পরিচালক হওয়ার জন্য বেশি উপযুক্ত ছিলেন।

রাজীব ঠাকুর আরও বলেছেন, একজন শিল্পীকে শেষ পর্যন্ত সফল বা ব্যর্থ করার সিদ্ধান্ত দর্শকই নেয়। অর্থনৈতিক বা পারিবারিক সুবিধা কখনওও কাজের প্রতি নিষ্ঠা ও পরিশ্রমের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়।

তিনি তার ও কপিলের সম্পর্ক নিয়েও কথা বলেছেন। রাজীব জানিয়েছেন, তারা এখনও প্রতি সপ্তাহে একসাথে সময় কাটান এবং তিনি কপিলের সবচেয়ে বড় সমর্থক। তিনি উদাহরণ দিয়েছেন, কপিল যখন ‘আইসি ৮১৪’ সিনেমা দেখেছিলেন, তখন প্রথম কলটি তিনি পেয়েছিলেন। এমনকি কপিল তার আমেরিকা সফরের তারিখ পরিবর্তন করেছিলেন যাতে রাজীবকে সুযোগ দেওয়া যায়।

রাজীবের এই সাক্ষাৎকার থেকে পরিষ্কার হলো, প্রতিভা, ধৈর্য এবং পরিশ্রমের গুরুত্ব কেবলমাত্র বিনোদন জগতে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের মূল চাবিকাঠি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement