তারা তোমার অশ্রুর দাম বুঝতে পারেনি, আনাস।

Published : ১৮:৫৯, ১২ আগস্ট ২০২৫
আনাস আল-শরিফ গাজার এক বীর সাংবাদিক, যিনি চার মাস আগে শহীদ হন। তার অসিয়তনামায় লেখা ছিল—“যাবতীয় যন্ত্রণার মাঝেও আমি সত্যকে বিকৃত না করে তুলে ধরতে দ্বিধা করিনি। যারা আমাদের ওপর নির্মম হত্যাকাণ্ড চালালেও নীরব ছিল, আল্লাহ তাদের বিরুদ্ধে সাক্ষী থাকুন।” আনাস গাজার শরণার্থী শিবিরেই বেড়ে উঠেছিল, যেখানে বোমা-ক্ষুধার মাঝেও সে সৎ সংবাদ পরিবেশন করেছিল।
গাজার অধিকাংশ মানুষ মিডিয়াকে সন্দেহ করে, কারণ তাদের অনেক সংবাদ অতিরঞ্জিত বা ‘সন্ত্রাসী’ চিত্রায়িত করে। কিন্তু আনাস ছিল ভিন্ন—সে ছিল আমাদেরই একজন, যিনি সত্য বলত এবং দুঃখ বেদনা ভাগ করে নিত। গাজার ওপর চাপানো গণহত্যার শুরু থেকেই আনাস আল–জাজিরার জন্য রিপোর্ট করছিলেন। বারবার হুমকির মুখে থেকেও কখনো থামেনি তার কণ্ঠস্বর।
তার মৃত্যুতে আমরা একজন অনুপ্রেরণার শূন্যতা অনুভব করি। যখন আমি হতাশ হই, আনাসের দৃঢ়তা আমাকে এগিয়ে নিয়ে যায়। সে আমাদের গল্পগুলোকে সীমানা পেরিয়ে বিশ্বজুড়ে পৌঁছাতে শিখিয়েছিল। অথচ আজ তার অশ্রুরও মূল্য দিতে পারেনি বিশ্ব। তারা শোনে না, কারণ তারা শুনতে চায় না।
আনাসের শহীদ হওয়ার পরও গণহত্যা থামেনি, বিশ্ব আজো নীরব। রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ মানবতার চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। তবুও আমরা চুপ থাকব না, কথা বলব, লড়াই চালিয়ে যাব। কারণ আনাসের স্বপ্নের সেই দিন আসবে, যখন গাজায় শান্তি ফিরবে, আর আমরা ফিরে পাব আমাদের হারানো মর্যাদা ও অধিকার।
BD/AN