পাকিস্তানে অস্বাভাবিক ভারী বর্ষণে ভয়াবহ বন্যা ও ভূমিধস, শতাধিক প্রাণহানি

Published : ১৯:৪৪, ১৬ আগস্ট ২০২৫
পাকিস্তানের বিভিন্ন এলাকায় গত কয়েকদিনের অস্বাভাবিক ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানায়, খাইবার পাখতুনখাওয়া প্রদেশে অন্তত ১৮০ জন, কাশ্মিরে ৯ জন এবং গিলগিট-বালতিস্তানে ৫ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
বন্যা ও ভূমিধসের ফলে সড়কপথ, বাড়িঘর ও অন্যান্য অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। উদ্ধারকাজ চলাকালীন খাইবার পাখতুনখাওয়ার একটি এম-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন পাইলট রয়েছেন।
পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলে আগামী ২১ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ঝুঁকিপূর্ণ এলাকায় অপ্রয়োজনীয় মানুষজন যেতে না বলার অনুরোধ করা হয়েছে। কিছু অঞ্চলকে দুর্যোগজোন হিসেবে ঘোষণা করা হয়েছে।
এদিকে, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরেও মেঘ বিস্ফোরণের কারণে আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার অন্তত ৬০ জন নিহত এবং ২০০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও প্রায় ৫০০ জন আটকে থাকার আশঙ্কা রয়েছে।
খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর জানান, আফগান সীমান্তবর্তী বাজুরে যাওয়ার সময় বিধ্বস্ত হেলিকপ্টারটি উদ্ধারকাজে নিয়োজিত ছিল। বর্তমান পরিস্থিতিতে দুর্যোগ মোকাবিলায় ত্রাণ ও উদ্ধারকাজ জোরদার করা হয়েছে।
পাশাপাশি স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সহায়তা প্রদানে নিয়োজিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বন্যার প্রভাব কমাতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
BD/AN