বাড়বে বৃষ্টিপাত জীবনযাপন বিপর্যয়ের মুখে

বাড়বে বৃষ্টিপাত জীবনযাপন বিপর্যয়ের মুখে

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৩৫, ১৬ আগস্ট ২০২৫

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচদিনে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। শনিবার (১৬ আগস্ট) এক পূর্বাভাসে সংস্থাটির আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান এ তথ্য জানান।

পূর্বাভাস অনুযায়ী, রোববার (১৭ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

১৭ আগস্ট সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। অন্যদিকে রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু অংশেও বৃষ্টি হতে পারে। এতে সারাদেশের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে।

১৮ আগস্ট সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

১৯ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। বিশেষ করে ২০ আগস্টে এসব অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সামগ্রিকভাবে আগামী পাঁচদিন সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকবে। এতে নদীভাঙন ও জলাবদ্ধতার ঝুঁকি বাড়লেও কৃষির জন্য পর্যাপ্ত পানির যোগান মিলতে পারে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement