মার্কিন চাপ উপেক্ষা করে রাশিয়ান তেলের আমদানি বাড়াচ্ছে ভারত

মার্কিন চাপ উপেক্ষা করে রাশিয়ান তেলের আমদানি বাড়াচ্ছে ভারত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৩৪, ১৭ সেপ্টেম্বর ২০২৫

মার্কিন নিষেধাজ্ঞা ও বাড়তি চাপের মধ্যেও রাশিয়ান অপরিশোধিত তেলের প্রতি ভারতের নির্ভরতা কমেনি বরং সেপ্টেম্বর মাসে তা আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে। কেপলারের সাম্প্রতিক জাহাজ চলাচলের তথ্য বলছে, সেপ্টেম্বরের প্রথম ১৬ দিনে ভারত প্রতিদিন গড়ে ১.৭৩ মিলিয়ন ব্যারেল রাশিয়ান তেল আমদানি করেছে, যা জুলাই ও আগস্টের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

বুধবার ইন্ডিয়ান এক্সপ্রেস প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, সাধারণত এসব সরবরাহের চুক্তি ছয় থেকে আট সপ্তাহ আগে চূড়ান্ত হয়। অর্থাৎ সেপ্টেম্বরের এই আমদানিগুলো আসলে জুলাই মাসে হওয়া ক্রয়ের অংশ। সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ভারতকে রাশিয়ান তেল কেনার জন্য সমালোচনা করেছিলেন।

তথ্য অনুযায়ী, রাশিয়ার বিভিন্ন বন্দর থেকে ভারতে তেল পরিবহন এখনও মোটামুটি স্থিতিশীল রয়েছে। যদিও আগস্টের আগের তুলনায় কিছুটা কমেছে, তবে শিল্প সংশ্লিষ্টরা মনে করছেন—সুয়েজ খাল পেরিয়ে মিশরের পোর্ট সৈয়েদ দিয়ে আসা বেশ কয়েকটি ট্যাঙ্কার তাদের গন্তব্য প্রকাশ না করায় প্রকৃত আমদানির পরিমাণ আরও বেশি হতে পারে।

এর আগে আগস্টের শুরুতে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করে। তবে তাতে ভারতের তেল আমদানির ওপর বড় কোনো প্রভাব পড়েনি। নয়াদিল্লি বরাবরের মতো জানিয়ে দিয়েছে, রাশিয়া থেকে তেল কেনা একান্তই তাদের অর্থনৈতিক ও কৌশলগত সিদ্ধান্ত, এবং সাশ্রয়ী হলে যেকোনো উৎস থেকেই আমদানি অব্যাহত থাকবে।

ভারতের বিভিন্ন রিফাইনারি জানিয়েছে, সরকার রাশিয়ান তেল আমদানি বন্ধের কোনো নির্দেশ দেয়নি। তাছাড়া এই তেল তুলনামূলক সস্তা হওয়ায় কেনা চালিয়ে যাওয়ার পক্ষে তারা।

উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর আগে ভারতের রাশিয়ান তেলের ওপর নির্ভরতা ছিল ২ শতাংশেরও কম। কিন্তু পশ্চিমা নিষেধাজ্ঞার পর বড় অঙ্কের ছাড় দিয়ে রাশিয়া তেল বিক্রি শুরু করলে খুব অল্প সময়ের মধ্যে ভারত মস্কোর সবচেয়ে বড় ক্রেতাদের একজন হয়ে ওঠে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও বাড়তি শুল্কের জবাবে ভারত রাশিয়ান তেল কমাবে—এমন কোনো ইঙ্গিত এখনো নেই। বরং নয়াদিল্লি স্পষ্ট বার্তা দিয়েছে যে, তাদের জ্বালানি নীতিতে বিদেশি চাপ প্রভাব ফেলবে না।

বর্তমানে ভারতের মোট তেল আমদানির এক-তৃতীয়াংশের বেশি আসছে রাশিয়া থেকে। ফলে বেইজিংয়ের পর মস্কোর দ্বিতীয় বৃহত্তম ক্রেতা হিসেবে ভারতের অবস্থান আরও সুসংহত হয়েছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement