ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি যুক্তরাজ্য-কানাডা ও অস্ট্রেলিয়ার

Published : ২০:২২, ২১ সেপ্টেম্বর ২০২৫
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো একসঙ্গে তিন প্রভাবশালী দেশ - যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। রোববার (২১ সেপ্টেম্বর) দেশগুলো পর্যায়ক্রমে এ ঘোষণা জানায়।
এক ভিডিওবার্তায় আনুষ্ঠানিক ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। তিনি বলেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে এগিয়ে নিতে ও পুনরুজ্জীবিত করতেই লন্ডনের এই পদক্ষেপ।
অন্যদিকে, যৌথ বিবৃতির মাধ্যমে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও পররাষ্ট্রমন্ত্রী পেনি অং স্বাক্ষরিত সেই বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এর আগে জি–সেভেন জোটভুক্ত দেশগুলোর মধ্যে প্রথম হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় কানাডা। এর ফলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা দাঁড়াল ১৫০।
BD/AN