দক্ষ কর্মী ভিসার ফি প্রসঙ্গে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

Published : ১২:৪৪, ২১ সেপ্টেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মীদের জন্য এইচ-১বি ভিসার ওপর এককালীন এক লাখ ডলারের নতুন ফি আজ রোববার থেকে কার্যকর হয়েছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি নতুন ভিসা আবেদনের সঙ্গে এই ফি দিতে হবে। তবে আগেই বৈধ ভিসা পাওয়া আবেদনকারীদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না। খবর আল জাজিরার।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট স্পষ্ট করে জানান, নতুন এই ফি শুধু মাত্র নতুন ভিসা আবেদনকারীদের জন্য আরোপিত হয়েছে, পূর্ববর্তী বা বর্তমান ভিসাধারীরা এর বাইরে থাকবেন।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, “এটা কোনো বার্ষিক ফি নয়। এটি এককালীন, যা কেবল নতুন ভিসার আবেদনপত্রের সঙ্গে প্রযোজ্য।”
তিনি আরও বলেন, “যাদের কাছে ইতোমধ্যেই এইচ-১বি ভিসা রয়েছে এবং তারা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন, তাদের পুনঃপ্রবেশের জন্য এ ফি দিতে হবে না। এই নীতি নবায়নকারীদের ক্ষেত্রেও কার্যকর নয়, একেবারেই শুধু নতুন আবেদনকারীদের জন্য।”
নতুন ফি কার্যকরের নির্বাহী আদেশে শুক্রবার রাতে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে রোববার থেকেই নীতিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে।
এর আগে, গত শুক্রবার ট্রাম্প এক প্রোক্লেমেশনে ঘোষণা দিয়েছিলেন যে দক্ষ কর্মী ভিসার ফি বাড়িয়ে বছরে এক লাখ ডলার নির্ধারণ করা হবে।
BD/AN