‘ভারতে খেলতে যাবে না বাংলাদেশ, অবস্থানে অনড় বিসিবি’

‘ভারতে খেলতে যাবে না বাংলাদেশ, অবস্থানে অনড় বিসিবি’ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:৩৮, ১৩ জানুয়ারি ২০২৬

বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত এবং বাংলাদেশের ম্যাচের ভেন্যু পরিবর্তন নিয়ে আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) কোনো সমাধান আসার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি।

তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে নিজেদের আগের অবস্থানেই অনড় থাকার কথা স্পষ্টভাবে তুলে ধরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই ভার্চুয়াল বৈঠকে বিসিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ। পাশাপাশি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজনও আলোচনায় অংশ নেন।

আইসিসির সঙ্গে বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে বিসিবির সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন বিস্তারিত কিছু জানাতে রাজি হননি। তবে তিনি গণমাধ্যমকে পরিষ্কারভাবে বলেন, বিসিবি যে সিদ্ধান্ত নিয়েছে, সেখান থেকে তারা একচুলও সরে আসবে না। তার ভাষায়, বাংলাদেশ তাদের অবস্থানে অটল থাকবে এবং ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না।

সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ শুরু হতে এখন আর এক মাসও বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে শুরু হওয়ার কথা রয়েছে দশম আসরের এই টুর্নামেন্ট। ফলে সময়ের স্বল্পতার কারণে বিষয়টি দ্রুত নিষ্পত্তি হওয়া জরুরি হয়ে পড়েছে।

এই প্রসঙ্গে শাখাওয়াত হোসেন বলেন, সময় যে খুবই কম, তা আইসিসিও ভালোভাবে জানে। তবে আপাতত এর বেশি কিছু বলার সুযোগ নেই।

এরই মধ্যে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিসিবি ও ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সম্পর্ক আরও টানাপোড়েনে পড়েছে। সব মিলিয়ে বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের মধ্যে পরিস্থিতি এখন বেশ মুখোমুখি অবস্থানে পৌঁছেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement