নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
একই সঙ্গে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে তাকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) কমিটির প্রধান ও রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ মোছা. কামরুন নাহার এ সংক্রান্ত নোটিশ জারি করেন। সোমবার (১২ জানুয়ারি) নোটিশটি জারির জন্য গোদাগাড়ী থানায় পাঠানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়, তানোরের মুণ্ডুমালা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকায় অটোরিকশা ও সিএনজি চালকদের মধ্যে চাদর, মাফলার এবং ধানের শীষ প্রতীকসংবলিত পতাকা বিতরণ করেছেন শরীফ উদ্দীন। বিষয়টি নির্বাচনী অনুসন্ধান কমিটির নজরে এসেছে। কমিটির মতে, এ কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর ৪ নম্বর বিধির স্পষ্ট লঙ্ঘন।
এ অবস্থায় কেন এই ঘটনাকে ‘নির্বাচনপূর্ব অনিয়ম’ হিসেবে গণ্য করে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রতিবেদন পাঠানো হবে না, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। এ জন্য আগামী বুধবার (১৪ জানুয়ারি) রাজশাহীর যুগ্ম জেলা জজ (প্রথম আদালত) কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া নোটিশের একটি অনুলিপি রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতারের কাছেও পাঠানো হয়েছে।
































