ইসরায়েলে পৌঁছেছেন ট্রাম্প

Published : ১৩:৫৮, ১৩ অক্টোবর ২০২৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার স্ত্রী সারা নেতানিয়াহুর সঙ্গে জেরুজালেমের পথে আছেন।
বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ট্রাম্পকে স্বাগত জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট আইজ্যাক হেরজোগ।
প্রথাগত প্রটোকলকে অগ্রাহ্য করে, নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে যে ট্রাম্প স্বতঃস্ফূর্তভাবে নেতানিয়াহু দম্পতিকে তার সাঁজোয়া যান ‘দ্য বিস্ট’-এ জেরুজালেমের নেসেট (ইসরায়েলি পার্লামেন্ট) অভিমুখে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান।
এই সফরের আগে, এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, গাজায় যুদ্ধ শেষ হয়েছে।
তথ্যসূত্র: দ্য টাইমস অব ইসরায়েল।
বিডি/এএন