ট্রাম্পকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দেবে ইসরাইল

Published : ১১:৩১, ১৩ অক্টোবর ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইল সফরে যাচ্ছেন, যেখানে তাকে দেওয়া হবে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা।
ইসরাইলের স্থানীয় গণমাধ্যমের বরাতে আল জাজিরা জানিয়েছে, ট্রাম্প ইসরাইলে পৌঁছালে প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ তাকে এই সম্মাননা প্রদানের সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করবেন।
হার্জগ বলেছেন, ট্রাম্পকে এই পুরস্কার দেওয়া হচ্ছে ইসরাইলের প্রতি তার দীর্ঘদিনের ‘অটল সমর্থন’-এর স্বীকৃতি হিসেবে। তার মেয়াদকালে ইসরাইলের জন্য ট্রাম্পের নেওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা উল্লেখ করেছেন হার্জগ—এর মধ্যে রয়েছে ঐতিহাসিক আব্রাহাম চুক্তি স্বাক্ষর, যুদ্ধবিরতি চুক্তি সম্পাদন, ইসরাইলি বন্দিদের মুক্তিতে ভূমিকা রাখা এবং ইরানে যুক্তরাষ্ট্রের হামলার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
দ্য জেরুজালেম পোস্ট ও ইয়ানেট নিউজের প্রতিবেদন অনুযায়ী, সোমবার ইসরাইলি পার্লামেন্ট নেসেটে বৈঠকের সময় হার্জগ আনুষ্ঠানিকভাবে ট্রাম্পকে সম্মাননা প্রদানের সিদ্ধান্ত জানাবেন। একই দিনে ট্রাম্পের নেসেটে ভাষণ দেওয়ারও কথা রয়েছে।
এদিকে, রোববার (১২ অক্টোবর) রাতে ওয়াশিংটন থেকে ইসরাইলের উদ্দেশে রওনা হওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, “(গাজা) যুদ্ধ কার্যত শেষ হয়ে গেছে, আপনারা নিজেরাই তা দেখতে পাচ্ছেন।” তিনি আরও যোগ করেন, “মধ্যপ্রাচ্য ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে।”
ট্রাম্পের এই সফরকে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক প্রেক্ষাপটে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে।
বিডি/এএন