দুবাইয়ে ইতিহাস গড়ল চীনের উড়ন্ত গাড়ি

Published : ১৫:৫৫, ১৩ অক্টোবর ২০২৫
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আকাশে ইতিহাস গড়ল চীনের তৈরি উড়ন্ত গাড়ি—বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে এই সাফল্য।
গত রোববার (১২ অক্টোবর) অনুষ্ঠিত ঐতিহাসিক ডেমো ফ্লাইটের মাধ্যমে কম উচ্চতার বিমান প্রযুক্তির নতুন অধ্যায় সূচনা করল চীনা প্রতিষ্ঠান এক্সপেং এরোহট (XPENG AEROHT)।
কোম্পানিটির তৈরি সর্বাধুনিক মডেল “ল্যান্ড এয়ারক্রাফ্ট ক্যারিয়ার” মূলত দুটি অংশে বিভক্ত—একটি স্থলযান বা “মাদারশিপ” এবং একটি বিচ্ছিন্নযোগ্য উড়ন্ত মডিউল। ডেমো প্রদর্শনীতে দেখা গেছে, উড়ন্ত মডিউলটি গাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে আকাশে উড়ে যায় এবং কিছু সময় পর পুনরায় নিরাপদভাবে মাদারশিপের সঙ্গে যুক্ত হয়—যা ছিল পুরো ইভেন্টের মূল আকর্ষণ।
এই যানটি স্বয়ংক্রিয় ও ম্যানুয়াল—দুইভাবেই নিয়ন্ত্রিত হতে পারে। স্বয়ংক্রিয় মোডে মাত্র এক স্পর্শেই রুট পরিকল্পনা, উড্ডয়ন ও অবতরণ সম্পন্ন হয়, আর ম্যানুয়াল মোডে একক জয়স্টিকের সাহায্যে ছয়টি অপারেশন একসঙ্গে পরিচালনা করা যায়, যা একহাতে নিয়ন্ত্রণের সুবিধা দেয়।
চীনের এই প্রযুক্তিগত অগ্রযাত্রা মধ্যপ্রাচ্যের বাজারেও বিপুল সাড়া ফেলেছে। এক্সপেং এরোহট ইতোমধ্যেই ৬০০ ইউনিট উড়ন্ত গাড়ির অর্ডার পেয়েছে—যা কোম্পানির বিদেশি বাজারে এখন পর্যন্ত সবচেয়ে বড় বাণিজ্যিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
দুবাইয়ে চীনের কনসাল জেনারেল ওউ বোচিয়ান বলেন, “চীন ও আমিরাত উভয় দেশই প্রযুক্তি ও উদ্ভাবনকে অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হিসেবে দেখে। এই উদ্যোগ ভবিষ্যতের ব্যবসা ও বিনিয়োগে নতুন দিগন্ত খুলে দেবে।”
কোম্পানির প্রতিষ্ঠাতা ঝাও দেলি জানান, দুবাইয়ের উদ্ভাবনমুখী নীতি, প্রযুক্তিবান্ধব পরিবেশ ও সরকারি সহায়তা তাদের এই শহরকে পরীক্ষামূলক মঞ্চ হিসেবে বেছে নিতে উৎসাহ দিয়েছে। তিনি আরও জানান, ২০২৭ সালের মধ্যেই মধ্যপ্রাচ্যের বাজারে উড়ন্ত গাড়িটি আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিকভাবে উন্মোচনের পরিকল্পনা রয়েছে তাদের।
সূত্র: সিনহুয়া
বিডি/এএন