আবারও কেঁপে উঠল পাকিস্তান

আবারও কেঁপে উঠল পাকিস্তান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৪৫, ২২ অক্টোবর ২০২৫

মাত্র চার দিনের ব্যবধানে আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান। মঙ্গলবার (২১ অক্টোবর) গভীর রাতে রাজধানী ইসলামাবাদ,

খাইবার পাখতুনখোয়া প্রদেশ, আজাদ কাশ্মিরসহ দেশটির উত্তর ও উত্তরপশ্চিমাঞ্চলের বেশ কিছু এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।

পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৩। এর কেন্দ্রস্থল ছিল প্রতিবেশী আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে, যা ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ২৩৪ কিলোমিটার গভীরে অবস্থান করেছিল।

কম্পনটি অনুভূত হয় ইসলামাবাদ ছাড়াও রাওয়ালপিন্ডি, পেশোয়ার, মালাকান্ড, বাজাউর, চিত্রল ও আজাদ কাশ্মিরের বিভিন্ন এলাকায়। হঠাৎ কেঁপে ওঠায় অনেক মানুষ আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন। তবে, প্রাথমিকভাবে কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তান ও আফগানিস্তান অঞ্চলটি ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এই এলাকায় নিয়মিতভাবে ভূমিকম্পের প্রবণতা দেখা যায়।

উল্লেখ্য, মাত্র চার দিন আগেই একই অঞ্চলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। পরপর দুটি ভূমিকম্পে সাধারণ মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। ভূমিকম্পের আশঙ্কায় কর্তৃপক্ষ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement