ট্রাম্প-পুতিন বৈঠক স্থগিত, ইউক্রেনে যুদ্ধবিরতি অনিশ্চিত

Published : ১১:৪৫, ২২ অক্টোবর ২০২৫
ইউক্রেনে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে নির্ধারিত বৈঠক।
হোয়াইট হাউসের কর্মকর্তাদের উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।
হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানান, ওয়াশিংটন মস্কোকে স্পষ্টভাবে জানিয়েছিল— পুতিন ও ট্রাম্পের বৈঠকের আগে ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে। কিন্তু রাশিয়া সেই প্রস্তাবে সম্মতি না দেওয়ায় শেষ পর্যন্ত বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আপাতত দুই প্রেসিডেন্টের মধ্যে শিগগির কোনো বৈঠকের সম্ভাবনা নেই।
সূত্রটি জানায়, কয়েক দিন আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও’র ফোনালাপ হয়েছিল। সেই আলোচনাতেই যুদ্ধবিরতির শর্তটি স্পষ্টভাবে জানানো হয়। তবে পরে মস্কোর পক্ষ থেকে জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধবিরতি সম্ভব নয়। এর পরেই যুক্তরাষ্ট্র বৈঠক স্থগিতের ঘোষণা দেয়।
বিষয়টি নিয়ে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমি কোনো ফলপ্রসূ না হওয়া বৈঠকে যেতে চাইনি, তাই আপাতত স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তিনি আরও ইঙ্গিত দেন, এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়— পরিস্থিতি বদলালে আলোচনার দরজা আবারও খুলতে পারে। “আগামী দু’দিনে কী ঘটে, সেদিকে লক্ষ্য রাখুন,” যোগ করেন ট্রাম্প।
অন্যদিকে, বৈঠক স্থগিতের পরও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিনিয়োগ বিষয়ক দূত কিরিল দিমিত্রিয়েভ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, সম্ভাব্য বৈঠক নিয়ে মস্কো এখনো প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।
প্রসঙ্গত, ২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানকে নিজের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছিলেন। গত সপ্তাহে তিনি বলেছিলেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা নিয়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার বৈঠক হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত হবে।
বিডি/এএন