বিশ্বের শীর্ষ ১০ শক্তিশালী পাসপোর্টের বাইরে যুক্তরাষ্ট্র

Published : ১৪:০৭, ২২ অক্টোবর ২০২৫
এক যুগ আগে যেখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী হিসেবে খ্যাতি ছিল, সেই যুক্তরাষ্ট্রের পাসপোর্ট আজ শীর্ষ ১০ তালিকার বাইরে চলে গেছে।
এক সময় আমেরিকান পাসপোর্ট মানেই ছিল “ওপেন গেট”—যেখানে প্রায় সব দেশে প্রবেশাধিকার সহজলভ্য। কিন্তু ২০২৫ সালে হেনলি পাসপোর্ট সূচকের সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অবস্থান নেমে এসেছে ১২তম স্থানে, যেখানে মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে অবস্থান করছে। গত বছরের তুলনায় যেখানে তারা সপ্তম স্থানে ছিল, এবার সেখান থেকে অনেকটাই পিছিয়ে গেছে।
বর্তমানে মার্কিন নাগরিকরা ভিসা ছাড়াই ১৮০টি দেশে ভ্রমণ করতে পারেন, কিন্তু তালিকার শীর্ষে এখন রাজত্ব করছে পূর্ব এশিয়ার দেশগুলো—সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও জাপান, যাদের নাগরিকরা যথাক্রমে ১৯৩, ১৯০ ও ১৮৯টি দেশে ভিসামুক্তভাবে যেতে সক্ষম। জার্মানি, লুক্সেমবার্গ ও ইতালি যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের এই র্যাঙ্ক পতনের মূল কারণ রাজনৈতিক ও নীতিগত পরিবর্তন। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসননীতি এবং আন্তর্জাতিক সহযোগিতার অভাবই পতনের প্রধান কারণ। হেনলি অ্যান্ড পার্টনার্সের চেয়ারম্যান ক্রিশ্চিয়ান কেলিন বলেন, এই র্যাঙ্কিং কেবল সংখ্যা দেখাচ্ছে না, বরং এটি মার্কিন সফট পাওয়ার বা বৈশ্বিক প্রভাবের ওপরও বড় ইঙ্গিত দিচ্ছে। তার মতে, যে দেশগুলো উন্মুক্ততা এবং সহযোগিতার নীতি অনুসরণ করছে, তারাই এগিয়ে যাচ্ছে, আর যারা অতীতের সুবিধার ওপর ভরসা করছে, তারা পিছিয়ে পড়ছে।
ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশ্লেষক অ্যানি ফোরজাইমার বলেন, ট্রাম্পের পুনর্নির্বাচনের আগেই মার্কিন নীতি আত্মকেন্দ্রিক হয়ে গিয়েছিল। এই বিচ্ছিন্ন মনোভাবের প্রভাবই এখন পাসপোর্ট র্যাঙ্কিংয়ে প্রতিফলিত হচ্ছে।
হেনলি প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিকরা এখন ১৮০টি দেশে ভিসা ছাড়াই যেতে পারলেও, যুক্তরাষ্ট্র মাত্র ৪৬টি দেশের নাগরিকদের এমন সুবিধা প্রদান করে। এই একতরফা নীতি সম্প্রতি বিভিন্ন দেশের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে—যেমন, ব্রাজিল সম্প্রতি যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ার নাগরিকদের জন্য ভিসামুক্ত ভ্রমণ সুবিধা বাতিল করেছে।
আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো ভ্রমণ খরচের বৃদ্ধি। ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন (ESTA) ফি ২১ ডলার থেকে বেড়ে ৪০ ডলার হয়েছে। অন্যদিকে, চীন, জার্মানি ও ফ্রান্সের মতো দেশগুলো নতুন নতুন ভিসা ছাড়ের সুবিধা দিচ্ছে, কিন্তু যুক্তরাষ্ট্রকে এ থেকে বাদ দিয়েছে। এমনকি সদ্য প্রকাশিত ভিসামুক্ত তালিকায় ভিয়েতনামও যুক্তরাষ্ট্রকে সরিয়ে দিয়েছে।
বিডি/এএন