ইউক্রেনকে নতুন সহায়তা প্যাকেজ দিচ্ছে ইতালি

ইউক্রেনকে নতুন সহায়তা প্যাকেজ দিচ্ছে ইতালি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:১৮, ১৪ নভেম্বর ২০২৫

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো ইউক্রেন ইস্যুতে নিজের অবস্থান আরও স্পষ্ট করে জানিয়ে বলেছেন, কিয়েভকে দেওয়া সামরিক ও বেসামরিক সহায়তা থামানো কিংবা তা বৃদ্ধি না করা—দুটোর একটিও এখন যুক্তিযুক্ত সিদ্ধান্ত হবে না।

তাঁর মতে, চলমান পরিস্থিতিতে ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখা অত্যন্ত প্রয়োজনীয়।

বার্লিনে ইউরোপীয় মন্ত্রীদের এক বৈঠকে অংশ নিয়ে তিনি ইউক্রেনের জন্য ১২তম সহায়তা প্যাকেজ অনুমোদনের ঘোষণা দেন। ক্রোসেত্তো জানিয়েছেন, বিশেষ করে শীত মৌসুমে ইউক্রেনে জ্বালানি ঘাটতি আরও তীব্র হতে পারে।

এ পরিস্থিতি বিবেচনায় ইতালি দেশটিতে বৈদ্যুতিক জেনারেটর পাঠানোর উদ্যোগ নিয়েছে, যাতে তারা শীতকালীন সংকট মোকাবিলা করতে পারে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শুরু থেকেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ইউক্রেনের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে আসছেন। তবে তাঁর জোট সরকারের সব সদস্য এই অবস্থানের সঙ্গে একমত নন।

সরকারের আরেক গুরুত্বপূর্ণ নেতা, উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি সম্প্রতি সমালোচনামূলক মন্তব্য করে বলেছেন—ইতালি অসীম সময় ধরে ইউক্রেনকে অর্থ ও অস্ত্র পাঠাতে পারে না, এটি বাস্তবসম্মত নয়।

পুরো বিষয়টি নিয়ে ইউক্রেনে সহায়তা অব্যাহত থাকবে কি না—সে বিষয়ে ইতালির রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন মত থাকলেও সরকার আন্তর্জাতিক সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখতে আগ্রহী বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement