পদকজয়ী বাংলাদেশি আর্চাররা পাচ্ছেন ১০ লাখ টাকা

পদকজয়ী বাংলাদেশি আর্চাররা পাচ্ছেন ১০ লাখ টাকা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:২৩, ১৪ নভেম্বর ২০২৫

ঢাকায় শেষ হলো এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ, যেখানে বাংলাদেশের আর্চাররা অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ভারত ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে প্রতিযোগিতা করে দেশের তিন প্রতিশ্রুতিশীল আর্চার দুটি ইভেন্টে দুটি পদক অর্জন করেছেন।

কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে রুপা জিতেছেন হিমু বাছাড় ও বন্যা আক্তার, আর কম্পাউন্ড নারী একক ইভেন্টে ব্রোঞ্জ অর্জন করেছেন কুলসুম আক্তার মনি। সরকারের পক্ষ থেকে এই সাফল্যকে সম্মান জানিয়ে প্রত্যেককে ১০ লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আর্মি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আন্তর্জাতিক পর্যায়ে সফল হতে হলে বিশ্বমানের সুযোগ-সুবিধা অপরিহার্য। তিনি উল্লেখ করেন, অলিম্পিকে স্বর্ণ জেতার জন্য যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের সঙ্গে সমান প্রস্তুতি থাকা দরকার। সরকার সীমিত সামর্থ্যের মধ্যেও আর্চারদের পাশে থাকতে চাইছে এবং আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে আর্চারি থেকে একদিন দেশের জন্য অলিম্পিক স্বর্ণ আসবে।

পুরস্কার ঘোষণা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বন্যা আক্তার। তিনি বলেন, এটি তাদের জন্য বড় প্রেরণা। তিনি আরও জানান, আর্থিক সহায়তা এবং সরকারি উদ্দীপনা আর্চারদের আগ্রহ বাড়াবে, মনোযোগকে শক্তিশালী করবে এবং বিদেশে চলে যাওয়ার প্রবণতা কমাবে।

পদক তালিকায় ভারতের অবস্থান শীর্ষে—৬ সোনা, ৩ রুপা, ১ ব্রোঞ্জ, মোট ১০টি পদক। দক্ষিণ কোরিয়ার সংগ্রহ ২ সোনা, ৪ রুপা ও ৪ ব্রোঞ্জ। বাংলাদেশের আর্চারদের এই দুটি পদক দেশের জন্য নতুন আশার সঞ্চার করেছে। এভাবে দেশের তিন প্রতিশ্রুতিশীল আর্চার এশিয়ান মঞ্চে আলো ছড়িয়েছেন, যা ভবিষ্যতের বড় অর্জনের জন্য শক্তিশালী প্রেরণা হয়ে দাঁড়াবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement