চলতি বছরের ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএলের আসন্ন মৌসুমের মিনি নিলাম।
এর আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে ১৫ নভেম্বর বিকেল ৩টার মধ্যে কোন ক্রিকেটারদের দলে রাখবে আর কাদের ছেড়ে দেবে— তালিকা জমা দিতে হবে। ক্রিকবাজের প্রতিবেদনে জানা গেছে, নিলামের আগে ১০টি ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে অন্তত ২৬ জন ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
সম্ভাব্য ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা
কলকাতা নাইট রাইডার্স:
ভেঙ্কটেশ আইয়ার, কুইন্টন ডি কক, অ্যানরিখ নরকিয়া
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস:
রবি বিষ্ণই, ডেভিড মিলার, আকাশ দীপ, শামার জোসেফ
দিল্লি ক্যাপিটালস:
থাঙ্গারাসু নাটারাজন, জেইক ফ্রেজার-ম্যাকগার্ক
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু:
মায়াঙ্ক আগারওয়াল, লিয়াম লিভিংস্টোন, ব্লেসিং মুজারাবানি, রাসিক ধার
পাঞ্জাব কিংস:
গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন হার্ডি
মুম্বাই ইন্ডিয়ান্স:
উইল জ্যাকস
রাজস্থান রয়্যালস:
লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, মাহিশ থিকশানা, ফজলহক ফারুকি, কিউনা মাফাকা
চেন্নাই সুপার কিংস:
ডেভন কনওয়ে, রাহুল ত্রিপাঠি, রাচিন রবীন্দ্র, দীপক হুদা, বিজয় শঙ্কর, জেমি ওভারটন
ফ্র্যাঞ্চাইজিগুলোর তালিকা অনুযায়ী অনেক পরিচিত নামকেই দলছাড়া করতে পারে তারা। ফলে এবারের মিনি নিলামে বড়সড় পরিবর্তন দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।































