রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে পুলিশ এক গোপন ককটেল তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৩৫টি তাজা ককটেল এবং ককটেল তৈরির প্রয়োজনীয় সরঞ্জামাদি উদ্ধার করেছে।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে জেনেভা ক্যাম্পে এই অভিযানের তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন। তিনি জানিয়েছেন, অভিযানে বিপুল সংখ্যক ককটেল এবং ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এই অভিযান এখনও চলমান রয়েছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
ডিএমপি সূত্র জানায়, নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রমকে কেন্দ্র করে আগামী সোমবার (১৭ নভেম্বর) ককটেল তৈরি করা হচ্ছিল। পুলিশ ধারণা করছে, তৈরি হওয়া ককটেলগুলো রাজধানীর বিভিন্ন এলাকায় বিতরণ করার পরিকল্পনা করা হয়েছিল। এ ধরনের অভিযান ও তৎপরতার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী নিষিদ্ধ কার্যক্রম রোধে সচেষ্ট রয়েছে।


































