২৬ টুকরো মরদেহ কাণ্ডে প্রধান আসামি আটক

২৬ টুকরো মরদেহ কাণ্ডে প্রধান আসামি আটক ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:৪৮, ১৪ নভেম্বর ২০২৫

ঢাকার হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে ড্রাম থেকে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় মূল আসামি জরেজুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান রাতের ঘন্টায় এ তথ্য নিশ্চিত করেন।

নিহত ব্যক্তির নাম মো. আশরাফুল হক (৪২)। তিনি রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপাড়া এলাকার বাসিন্দা ছিলেন এবং ভারত ও মিয়ানমার থেকে পেঁয়াজ ও আলু আমদানির ব্যবসা পরিচালনা করতেন।

নিহতের বোন আনজিনা বেগম শুক্রবার শাহবাগ থানায় এই ঘটনায় হত্যার মামলা দায়ের করেন। মামলায় আশরাফুলের বন্ধু জরেজুল ইসলামকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানিয়েছেন, ব্যবসায়ী আশরাফুল হকের ২৬ টুকরা মরদেহ ড্রামের ভেতর থেকে উদ্ধার করার পরই এ মামলা দায়ের করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় একটি নীল রঙের ড্রামে টুকরা টুকরা মরদেহ পাওয়া যায়। ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, আশরাফুল মঙ্গলবার ঢাকায় আসেন এবং বুধবার রাত ৯টা পর্যন্ত পরিবারের সঙ্গে তার কথা হয়েছে। পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement