ভারোত্তলনে পদক জয় করলেন অন্তঃসত্ত্বা পুলিশ কনস্টেবল সোনিকা

ভারোত্তলনে পদক জয় করলেন অন্তঃসত্ত্বা পুলিশ কনস্টেবল সোনিকা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:৪৭, ১৪ নভেম্বর ২০২৫

অন্তঃসত্ত্বা অবস্থাতেও সামাজিক বিধিবিধানকে চ্যালেঞ্জ জানিয়ে অনন্য কৃতিত্বের নজির স্থাপন করলেন পুলিশ কনস্টেবল সোনিকা যাদব।

সাত মাসের গর্ভবতী থাকা সত্ত্বেও তিনি ভারোত্তোলন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ব্রোঞ্জ পদক অর্জন করেন, যা সত্যিই দৃষ্টান্তমূলক এবং অনুপ্রেরণার।

সোনিকা যাদব অন্ধ্র প্রদেশে অনুষ্ঠিত অল ইন্ডিয়া পুলিশ ওয়েটলিফটিং ক্লাস্টারে অংশ নিয়ে ডেডলিফটে ১৪৫ কেজি, স্কোয়াটে ১২৫ কেজি এবং বেঞ্চ প্রেসে ৮০ কেজি ভার উত্তোলন করেন। তাঁর এই পারফরম্যান্স সকলকে বিস্মিত করেছে।

গর্ভাবস্থায় ভারোত্তোলনের নিরাপত্তা নিয়ে কিছু প্রশ্ন উঠলেও সোনিকা জানান, তিনি নিয়মিত চিকিৎসকের পরামর্শ মেনে চলেছেন এবং কঠোর রুটিন বজায় রেখেছেন। যদিও খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন এসেছে, তবু ব্যায়াম ও জিমে তাঁর কঠোর পরিশ্রম অব্যাহত রেখেছেন।

তিনি আরও বলেন, নারীদের সবচেয়ে বড় বাধা হলো পরিবারের সমর্থনের অভাব। তবে যেকোনো কাজে সফল হতে হলে নিয়মিত পরিশ্রম এবং দৃঢ় সংকল্প অপরিহার্য। সোনিকার এই সাফল্য অনেক নারীকে অনুপ্রেরণা যোগাবে এবং প্রমাণ করবে, গর্ভবতী নারীরাও কঠিন শারীরিক কাজ সম্পাদন করতে সক্ষম।

সোনিকার এই সাহসিকতা, পরিশ্রম এবং অদম্য ইচ্ছাশক্তি সমাজের প্রচলিত ভ্রান্ত ধারণাগুলোকে জয় করেছে। তাঁর অর্জন শুধু শারীরিক প্রতিভার নয়, বরং নারীর ক্ষমতায়ন ও সমতার প্রতীক হিসেবেও বিবেচিত হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement