যুক্তরাজ্যের সংবাদ সংস্থা বিবিসি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছে কারণ তাদের একটি তথ্যচিত্রে ট্রাম্পের বক্তৃতাকে বিভ্রান্তিকরভাবে সম্পাদনা করা হয়েছিল।
বিবিসি স্বীকার করেছে যে, তারা ট্রাম্পের পক্ষে যে মানহানির মামলা করার কথা বলা হয়েছিল তা সঠিক নয় এবং ট্রাম্পের অবস্থানকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছিল।
এর আগে, এই ঘটনার প্রেক্ষিতে ট্রাম্প বিবিসির বিরুদ্ধে এক বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করার সম্ভাবনার কথা উল্লেখ করেছিলেন।
ঘটনার পটভূমি হলো ২০২০ সালে জো বাইডেনের নির্বাচনী জয় এবং ২০২১ সালের জানুয়ারিতে ওয়াশিংটনের ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলা।
পরবর্তীতে বিবিসি তাদের প্যানোরামা অনুষ্ঠানের একটি ডকুমেন্টারিতে ট্রাম্পের দুটি ভিন্ন বক্তৃতা সম্পাদনা করে ব্যবহার করে। অভিযোগ অনুযায়ী, এভাবে সম্পাদনার ফলে এমন ধারণা সৃষ্টি হয়েছে যে ট্রাম্প তার সমর্থকদের ক্যাপিটলে দাঙ্গা উস্কে দিচ্ছেন।
এই বিতর্কের পর বিবিসির ডিরেক্টর জেনারেল টিম ডেভি এবং খবর বিভাগের প্রধান ডেবোরা টার্নেস পদত্যাগ করেছেন।
সূত্র: এসসি/জিএইচ (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)































