প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক শেষে যে বার্তা দিলেন সিইসি

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক শেষে যে বার্তা দিলেন সিইসি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:৫৫, ৯ ডিসেম্বর ২০২৫

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোটের প্রধান বিচারপতির খাসকামরায় প্রায় এক ঘণ্টা একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। দেশের নির্বাচনী তফসিল ঘোষণার প্রথা অনুযায়ী, এই ধরনের বৈঠকে সব নির্বাচন কমিশনাররা প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতায় সিইসি এ এম এম নাসির উদ্দিন জানান, “আমরা নির্বাচনের ট্রেনে উঠে গেছি। জাতীয় সংসদের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হতে পারে।”

এছাড়া, প্রধান বিচারপতির কাছে নির্বাচনের ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের জন্য ৩০০ জন বিচারকের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এই অনুরোধের প্রেক্ষিতে প্রধান বিচারপতি নির্বাচনে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন।

এর আগে, একই দিনে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণের সবকিছু চূড়ান্ত করেছে। তফসিল প্রচারের লক্ষ্যে, সিইসির ভাষণ আগামী ১০ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে রেকর্ড করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচনের তফসিল সম্ভবত আগামীকাল বুধবার সন্ধ্যায় অথবা বিকল্প হিসেবে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঘোষণার সুযোগ থাকতে পারে। তফসিল ঘোষণার জন্য ইসি সচিবালয় ইতোমধ্যে বিটিভি ও বেতারকে আনুষ্ঠানিক চিঠি পাঠাচ্ছে, এবং ভাষণের মাধ্যমেই তা দেশের জনগণকে জানানো হবে।

উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে নির্বাচন কমিশনারদের সাক্ষাৎ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় নির্ধারিত। সাধারণ রেওয়াজ অনুযায়ী, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পরই নির্বাচন কমিশন তফসিল প্রকাশ করবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement