ভ্যাট আইনের ভয়, সংস্কারে কি দূর হয়?
বাংলাদেশে রাজস্ব সংক্রান্ত তিনটা শুল্ক ও কর ব্যবস্থা জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে। প্রথমত, কাস্টমস হল দেশে থেকে বিদেশে গেলে পাসপোর্টে ডিপার্চার ও ফিরে আসলে এরাইভাল সিলের ন্যায়। শুধু পণ্য আমদানী ও রপ্তানীর সময় কাস্টমস আইন (পণ্যের জীবনে একবার) প্রয়োজন হয়। দ্বিতীয়ত, আয়কর বছরে একবার, সেটা আয়ের উপর নেওয়ার কথা থাকলেও শর্ত জুড়ে দেওয়া হয়েছে প্রফিটের সাথে। তৃতীয়ত ভ্যাট হল ব্যবসায়ীর প্রতিটা নিশ্বাসে, প্রতিটা বিশ্বাসে।