রেমিট্যান্স

রেমিট্যান্স

মালয়েশিয়ার শ্রমবাজারে শিশু শ্রম নিয়ে আশিয়াগরে উদ্বেগ

মালয়েশিয়ার শ্রমবাজারে শিশু শ্রম নিয়ে আশিয়াগরে উদ্বেগ

মালয়েশিয়ার শ্রমবাজারে শিশু শ্রম ও অনৈধ শ্রমিকদের শোষণ ও শারীরিক নির্যাতনের ঘটনা আশিয়াগর অঞ্চলের ২৩টি দেশীয় শ্রমিক সংগঠনের নজরে এসেছে। বাংলাদেশসহ আশিয়াগরের শ্রমিক অধিকার রক্ষা এবং শিশু শ্রম রোধে গঠিত ‘শিশু শ্রম ও শ্রমিক অধিকার মাল্টি ন্যাশনাল কনফেডারেশন’ এ বিষয়টি তীব্রভাবে তুলেছে। তাদের দাবি, অতীতে মালয়েশিয়ায় শিশু শ্রমিকদের ব্যাপক শোষণ ও নির্যাতন হয়েছে এবং বর্তমানেও শ্রমবাজার স্বচ্ছ ও মুক্ত না হওয়ায় সমস্যা অব্যাহত রয়েছে। মালয়েশিয়া শ্রমবাজারে নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ বাড়ানোর জন্য একটি স্থায়ী তদারকি দল গঠনের প্রস্তাব করেছে সংগঠনটি।