ফারুকীর মন্তব্য: “ডাকসুর মাধ্যমে ইলেকশনের ট্রেনে উঠলো বাংলাদেশ”

ফারুকীর মন্তব্য: “ডাকসুর মাধ্যমে ইলেকশনের ট্রেনে উঠলো বাংলাদেশ” ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৫২, ৯ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আজ মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয়েছে। এ নিয়ে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন।

ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই দেওয়া এক স্ট্যাটাসে ফারুকী লিখেছেন  ডাকসুর মাধ্যমে বাংলাদেশ ইলেকশনের ট্রেনে চড়ে বসল। এর পরই আসবে জাতীয় নির্বাচনের ট্রেন। সবাইকে নির্বাচন মোবারক!

তিনি আরও লেখেন, “যে ভোট রাতারাতি সেরে ফেলা যায়, সেটিকে দিনের জন্য রেখে দেওয়ার কী দরকার? সময়মতো কাজ না করা আমাদের জাতির সবচেয়ে বড় দুর্বলতা।”

ডাকসু নির্বাচন ঘিরে নিজের বক্তব্যে তিনি তীর্যকভাবে আরও মন্তব্য করেন “লাইলাতুল ইলেকশনের জননী, ব্যাংক লুটের নেপথ্যকারি, গুমের হোতা, বিডিআর-পিলখানা-জুলাই হত্যাযজ্ঞের মূল পরিকল্পনাকারী এবং বাংলাদেশের সবচেয়ে বড় স্বাধীনতাবিরোধী শক্তি—খুনি হাসিনা কিন্তু এ কথাটা বলেননি।”

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement