জাতিসংঘের বাংলাদেশকে চিঠি

জাতিসংঘের বাংলাদেশকে চিঠি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৩৭, ১৭ সেপ্টেম্বর ২০২৫

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতি কতটা অগ্রসর হয়েছে তা জানতে চেয়েছে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি)। আগামী ৩১ অক্টোবরের মধ্যে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছে সংস্থাটি।

জানা গেছে, গত ২৫ আগস্ট সিডিপির চেয়ারম্যান হোসে অ্যান্টোনিও ওকাম্পো এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি বাংলাদেশ সরকারের কাছে পাঠান।

প্রতিবেদনের ভিত্তিতে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বিষয়টি নিয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। বাংলাদেশকে পাঠানো আমন্ত্রণপত্রে জানানো হয়েছে, একজন প্রতিনিধি ভার্চ্যুয়ালি ওই বৈঠকে অংশ নিতে পারবেন। একইসঙ্গে সভার সম্ভাব্য তারিখ, এজেন্ডা এবং অংশগ্রহণকারীদের তালিকা পরে জানানো হবে বলেও উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, আগের সরকার তথ্য-উপাত্তের ভিত্তিতে এলডিসি থেকে উন্নয়নশীল দেশের কাতারে ওঠার জন্য প্রস্তুতি প্রক্রিয়া শুরু করে। বর্তমান সরকারও সেই ধারাবাহিকতা ধরে এগোচ্ছে। চলতি বছরের ১৩ মার্চ উপদেষ্টা পরিষদের বৈঠকে এলডিসি থেকে উত্তরণের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।

তবে গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল, অর্থনীতিবিদ এবং ব্যবসায়ী মহল থেকে দাবি উঠছে বাংলাদেশ এখনো পুরোপুরি প্রস্তুত নয়। আগের সরকার নাকি অসম্পূর্ণ বা ভুল তথ্যের ভিত্তিতে প্রস্তুতি শুরু করেছিল। অনেকের মতে, উন্নয়নশীল দেশের কাতারে উঠতে আরও কিছু সময় নেওয়া দরকার।

এ বিষয়ে গত সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (অর্থ মন্ত্রণালয়) আনিসুজ্জামান চৌধুরী গণমাধ্যমকে বলেন “এলডিসি উত্তরণ থেকে পিছিয়ে আসার মতো কোনো গ্রহণযোগ্য কারণ বা শক্তিশালী যুক্তি আমাদের কাছে নেই। বরং আমাদের মনোযোগ দেওয়া উচিত টেকসই উন্নয়ন কাঠামো তৈরিতে।”

তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যেই রপ্তানি পণ্যের জন্য শ্রমমান, পরিবেশসহ একাধিক সূচকে একক মানদণ্ড নির্ধারণ করছে। তাই বাংলাদেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জ্বালানি খাত, করব্যবস্থা এবং লজিস্টিক সেক্টরকে আরও শক্তিশালী করা এখন সময়ের দাবি।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement