জয়-পুতুলসহ শেখ পরিবারের কেউই ভোট দিতে পারবে না

জয়-পুতুলসহ শেখ পরিবারের কেউই ভোট দিতে পারবে না ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:০৫, ১৭ সেপ্টেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে জানানো হয়েছে, যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক বা স্থগিত রয়েছে, তারা কেউই ভোট দিতে পারবেন না। এ তালিকায় শেখ হাসিনা ও তার পরিবারের নামও অন্তর্ভুক্ত।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ভোট প্রদানের মূল শর্ত হলো নিবন্ধন। এনআইডি যদি লক থাকে, তবে নিবন্ধনের সুযোগও থাকবে না। আর নিবন্ধন ছাড়া ভোট প্রদান সম্ভব নয়। অর্থাৎ যাদের এনআইডি ব্লক, তাদের ভোটের সুযোগ নেই।

আখতার আহমেদ আরও জানান, কেউ মামলার কারণে অথবা অন্য কোনো কারণে পালিয়ে বিদেশে থাকলেও তাদের ভোটাধিকার অক্ষুণ্ণ থাকবে। তবে এনআইডি ব্লক থাকলে তারা আর প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না।

প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট চালুর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এ জন্য ‘পোস্টাল ব্যালট বিডি’ নামে একটি বিশেষ অ্যাপ তৈরি হচ্ছে। প্রবাসীরা নির্দিষ্ট প্রক্রিয়ায় নিবন্ধন করলে তাদের কাছে ডাকযোগে প্রতীক-সংবলিত ব্যালট পেপার পাঠানো হবে। নির্দিষ্ট সময়ে ভোট দিয়ে খামটি দেশে ফেরত পাঠালে তা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে জমা হবে।

উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের এনআইডি স্থগিত করে। তাদের মধ্যে রয়েছেন- শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক, ভাগ্নে রাদওয়ান সিদ্দিক ববি। এছাড়া শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক ও মেয়ে বুশরা সিদ্দিকের এনআইডিও স্থগিত করা হয়েছে।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, এনআইডি একবার লক হলে সেটি আর কোনো কাজে ব্যবহারযোগ্য থাকে না। শুধু ভোট নয়, অন্যান্য কার্যক্রমেও তা অকার্যকর হয়ে পড়ে।

এর আগে গত ১১ মার্চ আদালতের আদেশে শেখ হাসিনা, তার পরিবার, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং আওয়ামী লীগের নামে থাকা মোট ১২৪টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement