সময়মতো বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তী সরকার : ড. ইউনূস

Published : ১১:৪০, ১৭ সেপ্টেম্বর ২০২৫
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, জনগণের আস্থা অর্জন এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকার সময়মতো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আশ্বস্ত করেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে এক ভার্চুয়াল আলোচনায় ড. ইউনূস এই বক্তব্য দেন। এ সময় তিনি আরও বলেন, নির্বাচনের দায়িত্ব শেষ করার পর তিনি পূর্বের কাজে ফিরে যাবেন।
কথোপকথনে ড. ইউনূস সরকারের গৃহীত বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা তুলে ধরেন। এর মধ্যে ছিল ব্যাংকিং খাতের সংস্কার, কর ও রাজস্ব আহরণ বৃদ্ধির কার্যক্রম এবং অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়ায় নেওয়া নানামুখী উদ্যোগ।
আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, বাংলাদেশের অর্থনীতি যখন চরম ঝুঁকির মুখে ছিল, তখন তিনি দায়িত্ব নিয়ে সাহসী পদক্ষেপ নিয়েছেন। খুব অল্প সময়ের মধ্যেই অনেক ইতিবাচক পরিবর্তন ঘটিয়েছেন। জর্জিয়েভা বিশেষভাবে উল্লেখ করেন, বৈদেশিক মুদ্রাবাজারের স্থিতিশীলতা ও রিজার্ভ পুনর্গঠনে বাজারভিত্তিক বিনিময় হার চালু করা সরকারের একটি যুগোপযোগী উদ্যোগ।
ড. ইউনূস এ সময় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সংকটকালে আইএমএফের দৃঢ় সহায়তা বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে অসাধারণ ভূমিকা রেখেছে। তিনি স্মরণ করিয়ে দেন, গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নিউইয়র্কে তাদের প্রথম সাক্ষাৎ বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে নতুন দিগন্ত উন্মোচন করেছিল।
শুধু অর্থনীতি নয়, আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনায় গুরুত্ব দেওয়া হয়। এর মধ্যে ছিল নেপালে চলমান যুব আন্দোলনের প্রসঙ্গ, আসিয়ানভুক্তির জন্য বাংলাদেশের আগ্রহ এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কানেক্টিভিটি বৃদ্ধির পরিকল্পনা। ইউনূস বিশেষভাবে ঢাকার নতুন বন্দর ও টার্মিনালসহ বৃহৎ অবকাঠামোগত প্রকল্পগুলোর কথা উল্লেখ করেন।
এই বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এবং অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।
BD/AN