ফেব্রুয়ারির পর নির্বাচন না হলে অস্থিরতা বাড়বে: রুমিন ফারহানা

ফেব্রুয়ারির পর নির্বাচন না হলে অস্থিরতা বাড়বে: রুমিন ফারহানা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৫৬, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে না পারলে দেশে অস্থিরতা সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, এর ফলে দেশের বাইরে সরকারের ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের প্রতি আস্থা হারানো নাকি বিএনপিকে ঠেকানোর কৌশল এমন প্রশ্ন রাখা হলে রুমিন ফারহানা বলেন, “বিএনপিকে ঠেকানো তো আছেই, তবে সরকার বুঝতে পারছে যদি আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হয় বা পেছানো হয়, তাহলে ভেতরে যেমন অস্থিরতা শুরু হবে, বাইরেও সরকারের ভাবমূর্তি বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।”

তিনি আরও জানান, উন্নয়ন সহযোগী অনেক দেশ ইতিমধ্যেই বাংলাদেশকে নির্ধারিত সময়ে নির্বাচন করার তাগিদ দিয়েছে। এমনকি তারা নির্বাচনে সার্বিক সহযোগিতার আশ্বাসও দিয়েছে।

বিএনপির এই নেত্রীর দাবি, দেশে এবং দেশের বাইরে এখন নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সেই দিক থেকে সরকারও চায় না যে নির্বাচন ফেব্রুয়ারির পর পিছিয়ে যাক। তিনি বলেন, “সরকারের ভেতরের সরকার যেটার কথা আমরা প্রায়ই শুনি যদি একপাশে রাখা হয়, তাহলে দৃশ্যমান সরকার নির্বাচনের তারিখ পেছাতে মোটেই আগ্রহী নয়।”

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement