ভালো থাকুক বাংলাদেশ : ব্যারিস্টার সুমন

Published : ১৪:১৯, ১৭ সেপ্টেম্বর ২০২৫
সরকার পতনের দিন শ্রমিক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর পর কারাগারে নেওয়ার সময় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সাংবাদিকদের উদ্দেশে বলেন, “ভালো থাকুক বাংলাদেশ।”
বুধবার ঢাকার মহানগর হাকিম আরিফুর রহমান তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে ব্যারিস্টার সুমনসহ আরও সাতজনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
আদালতে হাজির করার সময় তার হাতের হাতকড়া, মাথার হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট খুলে ফেলা হয়। এ সময় আইনজীবীদের সঙ্গে আলাপ করেন ব্যারিস্টার সুমন। সকাল ১০টার দিকে বিচারক এজলাসে ওঠেন এবং শুনানি শুরু হয়।
সুমনের পক্ষে আইনজীবী জহিরুল ইসলাম বলেন, “তিনি মামলার এজাহারনামীয় ২৫ নম্বর আসামি। অন্তত ১৫ থেকে ২০ মিনিট তার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ চাই।” তবে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি ওমর ফারুক ফারুকী আপত্তি জানিয়ে বলেন, “তিনি আদালতে এসেই প্রায় ৩০ মিনিট ধরে আইনজীবীসহ অন্যদের সঙ্গে কথা বলেছেন। আরও সময় দেওয়ার দরকার নেই।” এরপর আদালত গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
আদালত থেকে বের করার সময় উপস্থিত কয়েকজন তাকে উদ্দেশ্য করে ‘বাটপার’ বলে ডাকেন। জবাবে ব্যারিস্টার সুমন শুধু বলেন, “ভালো থাকুক বাংলাদেশ, ভালো থাকুক বাংলাদেশ আর কিছু বলার নেই।”
তদন্ত কর্মকর্তা সিটিটিসির এসআই শাখাওয়াত হোসেন গত ২৮ আগস্ট ব্যারিস্টার সুমনসহ সাতজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন। এরই প্রেক্ষিতে বুধবার আসামিদের উপস্থিতিতে শুনানি হয়।
মামলার নথি অনুযায়ী, গত ৫ আগস্ট দুপুরে যাত্রাবাড়ী থানার সামনে গুলিবিদ্ধ হন ৩৫ বছর বয়সী মো. রিয়াজ। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী ফারজানা বেগম গত ২২ জুলাই যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২১৩ জনকে আসামি করা হয়, যাদের মধ্যে ব্যারিস্টার সুমনও একজন।
সরকার পতনের পর আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের ধারাবাহিক গ্রেপ্তারের অংশ হিসেবে গত বছরের ২১ অক্টোবর ব্যারিস্টার সুমন গ্রেপ্তার হন। এর পর থেকে তিনি কারাগারে আছেন এবং কয়েক দফা রিমান্ডেও নেওয়া হয়েছে।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে সুমন আওয়ামী লীগের প্রার্থী ও তৎকালীন মন্ত্রী মাহবুব আলীকে প্রায় এক লাখ ভোটে পরাজিত করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত লাইভ ও জনকল্যাণমূলক পোস্ট করে আলোচনায় আসেন ব্যারিস্টার সুমন।
BD/AN