২০২৬ বিশ্বকাপে ইসরায়েল থাকলে সরে দাঁড়াতে পারে স্পেন

২০২৬ বিশ্বকাপে ইসরায়েল থাকলে সরে দাঁড়াতে পারে স্পেন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:২০, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ইসরায়েলকে ঘিরে কূটনৈতিক অবস্থান দিন দিন কঠোর করছে স্পেন। সম্প্রতি ইউরোভিশন প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর পর এবার দেশটির সমাজতান্ত্রিক সরকার একই ধরনের পদক্ষেপ নিতে পারে আসন্ন ফুটবল বিশ্বকাপ নিয়েও। কংগ্রেসে দলীয় মুখপাত্র পাত্রি লোপেসের সাম্প্রতিক বক্তব্যে এ ধরনের বিতর্কিত সিদ্ধান্তের আভাস পাওয়া গেছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) কংগ্রেসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লোপেস স্পষ্টভাবে জানান, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে ইসরায়েল অংশ নিলে স্পেনও খেলা থেকে নিজেদের প্রত্যাহার করে নিতে পারে। তার মতে, ইউরোভিশনে যে নীতি অনুসরণ করা হয়েছে, সেটিই ফুটবলেও কার্যকর হতে পারে।

লোপেস বলেন, “এ মুহূর্তে ইসরায়েল গাজায় ভয়াবহ স্থল অভিযান চালাচ্ছে। টেলিভিশনে প্রতিদিনই আমরা শিশু হত্যার দৃশ্য দেখি, খাদ্যের সন্ধানে বের হওয়া মানুষকে গুলি করা হয়, পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে। এটিকে আত্মরক্ষা বা সন্ত্রাসবিরোধী যুদ্ধ বলা যায় না, এটি সরাসরি গণহত্যা।”

তিনি আরও যোগ করেন, স্পেনের বিপুলসংখ্যক মানুষ ইতোমধ্যেই রাস্তায় নেমে এর প্রতিবাদ জানাচ্ছেন। যেমনটি দেখা গেছে সম্প্রতি ‘লা ভুয়েল্তা’ সাইক্লিং প্রতিযোগিতায়। “আমাদের জনগণ মরতে থাকা মানুষের প্রতি নিশ্চুপ সমর্থন দেখাতে রাজি নয়। যদি ইসরায়েলি দলকে নিয়ে রাস্তায় ঘোরা হয়, তবে প্রতিবাদ হবেই। এটিই একটি মর্যাদাশীল জাতির প্রতীক।”

স্পেনীয় মুখপাত্র প্রশ্ন তোলেন, রাশিয়ার ক্ষেত্রে যখন ক্রীড়াঙ্গনে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে, তখন ইসরায়েলের ক্ষেত্রে ভিন্ন মানদণ্ড কেন? “রাশিয়াকে বাদ দেওয়া গেল, তাহলে ইসরায়েলকে কেন নয়? পার্থক্যটা আসলে কোথায়?”

তিনি স্পষ্ট করে জানান, যদি আন্তর্জাতিক ক্রীড়া সংগঠনগুলো ইসরায়েলকে নিষিদ্ধ না করে, তবে স্পেন নিজেদের অবস্থান বিবেচনা করবে। এর ফলে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ২০২৬ সালে অনুষ্ঠেয় পুরুষদের ফুটবল বিশ্বকাপ থেকেও স্পেন সরে দাঁড়াতে পারে যা হবে একটি ঐতিহাসিক ঘটনা।

লোপেস আরও অভিযোগ করেন, বহু ফিলিস্তিনি ক্রীড়াবিদকে ইসরায়েলের হামলায় প্রাণ দিতে হয়েছে, অথচ আন্তর্জাতিক মহল এ বিষয়ে নিশ্চুপ থেকেছে। তার প্রশ্ন, “তাহলে আসলেই বিষয়টা খেলাধুলা নিয়ে, নাকি সবই অর্থের খেলাই?”

সোর্স: ইয়াহু স্পোর্টস

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement