সপরিবারে ওমরাহ পালনে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

Published : ১০:২৯, ২৯ সেপ্টেম্বর ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসছে মাসে সপরিবারে পবিত্র ওমরাহ পালন করতে যাচ্ছেন। লন্ডনে থাকা বিএনপির ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, ওমরাহ সম্পন্ন করার পর নভেম্বর মাসে তার দেশে ফেরার পরিকল্পনাও রয়েছে তার।
জানা গেছে, তারেক রহমান স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ২০ অক্টোবর সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবেন। পরিবারসহ ওমরাহ পালনের পর তিনি লন্ডনে ফিরে যাবেন। সবকিছু অনুকূলে থাকলে নভেম্বরে তৃতীয় সপ্তাহে তিনি দেশে ফিরতে পারেন বলে ইঙ্গিত পাওয়া গেছে।
অন্যদিকে, ব্রিটেনে অবস্থানরত বিএনপির কয়েকজন শীর্ষ নেতা তারেক রহমানের সঙ্গে একসঙ্গে ওমরাহ পালনের আগ্রহ দেখালেও পরিবারের বাইরে কারা একই ফ্লাইটে যাচ্ছেন— সেই তালিকা এখনো চূড়ান্ত হয়নি।
উল্লেখ্য, এর আগে তারেক রহমান সর্বশেষ ২০১৬ সালের সেপ্টেম্বরে সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়েছিলেন। সে সময় তার মা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার সঙ্গে যোগ দিয়েছিলেন। এরও আগে ২০১৪ সালে মা-ছেলেকে একসঙ্গে ওমরাহ পালন করতে দেখা যায়।
বিডি/এএন