যুক্তরাজ্য চাইছে বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন

যুক্তরাজ্য চাইছে বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৫১, ২৯ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। সোমবার দুপুর সোয়া ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কার্যালয়ে সাক্ষাৎ শেষে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সাংবাদিকদের জানান, তারা নির্বাচনের পুরো প্রক্রিয়ায় সহযোগিতার জন্য প্রস্তুত।

হাইকমিশনার বলেন, পোলিং এজেন্টদের প্রশিক্ষণসহ নির্বাচনের সব ধাপের ক্ষেত্রে যুক্তরাজ্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য তৈরি।

বৈঠকটি বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে শুরু হয়। উল্লেখ্য, এ বছরের ১০ মার্চও ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে  সাক্ষাৎ করেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement