গণঅভ্যুত্থান দমনে কত গুলি ছোড়া হয়েছিল জানা গেল

গণঅভ্যুত্থান দমনে কত গুলি ছোড়া হয়েছিল জানা গেল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:১৭, ২৯ সেপ্টেম্বর ২০২৫

জুলাই গণঅভ্যুত্থান দমনে ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে সারা দেশে পুলিশ মোট ৩ লাখ ৫ হাজার ৩১১ রাউন্ড গুলি চালায়। এর মধ্যে কেবল ঢাকা মহানগরেই ছোড়া হয় ৯৫ হাজার ৩১৩ রাউন্ড।

সোমবার জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে শুনানিতে এ তথ্য উপস্থাপন করেন মামলার ৫৪তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মো. আলমগীর।

তিনি আদালতকে জানান, পুলিশ সদর দপ্তরের দেওয়া ২১৫ পৃষ্ঠার বিশদ প্রতিবেদন অনুযায়ী এই হিসাব পাওয়া গেছে।

সে সময় আদালতে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হুসাইন তামীম, তানভীর হাসান জোহা ও আবদুস সাত্তার পালোয়ান। অন্যদিকে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন উপস্থিত ছিলেন।

প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, “আন্দোলন দমনে যে পরিমাণ অস্ত্র ও গুলি ব্যবহার হয়েছিল তা ভয়াবহ। সারাদেশে তিন লাখেরও বেশি রাউন্ড গুলি চালানো হয়, আর শুধু ঢাকাতেই এর সংখ্যা প্রায় এক লাখ।”

তদন্ত কর্মকর্তা মো. আলমগীর জবানবন্দিতে জানান, চলতি বছরের ২৫ জানুয়ারি পুলিশের এক স্মারকের মাধ্যমে তিনি এই প্রতিবেদন হাতে পান। সেখানে উল্লেখ করা হয়েছে, এলএমজি, এসএমজি, চাইনিজ রাইফেল, শটগান, রিভলবার ও পিস্তলসহ বিভিন্ন মারণাস্ত্র ব্যবহার করে শুধু রাজধানীতেই ছোড়া হয় ৯৫ হাজার ৩১৩ রাউন্ড গুলি।

তিনি আরও জানান, পুলিশ সদর দপ্তরের প্রতিবেদন ছাড়াও র‌্যাব সদর দপ্তর থেকে হেলিকপ্টার ব্যবহারের তথ্যসংবলিত নথি সংগ্রহ করা হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement