অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে কোনো নিপীড়ন ঘটছে না। তিনি আরও উল্লেখ করেছেন, এই বিষয় নিয়ে ভারত থেকে ভুয়া খবর প্রচার করা হচ্ছে।
“এখন ভারতের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো ভুয়া খবর,” বলেন অধ্যাপক ইউনূস।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিক মেহদি হাসানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। জিটিওর উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা সাক্ষাৎকারটি প্রকাশ করেছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তাকে বেছে নেওয়ার প্রক্রিয়া নিয়ে অধ্যাপক ইউনূস বলেন, “আমি বিস্মিত হয়েছিলাম। অনিচ্ছা সত্ত্বেও তা মেনে নিয়েছিলাম। সে সময় আন্দোলনকারীদের উদ্দেশে বলেছিলাম, ‘আপনারা যদি এত কিছু ত্যাগ করতে পারেন, তবে আমি আমার সিদ্ধান্ত বদলাব।’”