নির্বাচনের জন্য পুলিশের প্রস্তুতি তদারকিতে আইজিপি

নির্বাচনের জন্য পুলিশের প্রস্তুতি তদারকিতে আইজিপি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৩৮, ৩০ সেপ্টেম্বর ২০২৫

নির্বাচনকে কেন্দ্র করে প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে পেশাগত যোগ্যতা, দক্ষতা ও নিরপেক্ষতার দিক থেকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

তিনি বলেন, পুলিশ নির্বাচন পরিচালনায় সম্পূর্ণ সক্ষম এবং আত্মবিশ্বাসী।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীতে দুর্গাপূজার নিরাপত্তা বিষয়ে আয়োজিত এক সভায় যোগ দিতে গিয়ে আইজিপি জানান, এখনও ১৩৫০টি লুট হওয়া অস্ত্র উদ্ধার হয়নি। ধারণা করা হচ্ছে, এসব অস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, আরসা এবং অন্যান্য ব্যক্তিদের হাতে রয়েছে।

আইজিপি আরও উল্লেখ করেন, মানবতাবিরোধী কর্মকাণ্ডে ২১ জন পুলিশ অফিসার ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে। এছাড়া যারা দেশের বাইরে পলাতক, তাদের বিরুদ্ধে ইন্টারপোল নোটিশ জারি করা হয়েছে। প্রক্রিয়াটি অব্যাহত রয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নির্বাচনকে সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে পুলিশ প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। এই মুহূর্তে নির্বাচনকে ঘিরে পুলিশের প্রস্তুতি সম্পূর্ণরূপে তৎপর ও নিয়ন্ত্রিত পর্যায়ে রয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement